মনে আছে। যত্নে রেখেছি পুষে।
বলেছিলে কাঁধের ওপরে
সাজিয়ে রেখেছি ছৌ মুখোশ।
মনে আছে। মনে রাখি ছোট ছোট
বিষ ডুমুরের রক্তমাখা ফল।
#
পুরো জাত ধ্বংস করেও
অধরা থেকেছিল এলডোরাডো।
সংস্কার উবে গেলে ডাস্টবিনে
বন্ধ্যা দাম্পত্যের গর্ভপাত
মিটিমিটি হাসে।
#
এখন আর পাখিরা আসে না।
পরিযায়ী স্যাংচুয়ারী বমি করে
মাইক্রোফোনের অযথা প্রলাপ।
রাস্তা ভুলে কবেই হারিয়েছে
সাইবেরিয়ান সকাল।
#
কখনো কি শিশু ছিলো কেউ?
শিশুরা আর জন্মায় না
অপ্রেমে ভাঙা বসত বাড়িতে।
মরে যাওয়া ডালপালা জুড়ে
পড়ে আছে প্রজাপতি শব।
12 thoughts on “নিজকিয়া ৫১”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
মনে আছে। যত্নে রেখেছি পুষে।
বলেছিলে কাঁধের ওপরে
সাজিয়ে রেখেছি ছৌ মুখোশ।——–সুন্দর প্রকাশ কবি দা
ধন্যবাদ কবি লিটন ভাই।
এই কবিতার গড়ন ভীষণ কঠিন মনে হলো প্রিয় কবি সৌমিত্র। অন্যে বুঝলে ভালো।
কবিতা অখাদ্য হলে পাঠকের প্রসংশা আমি চাই না। তোমার কথা আমার পছন্দ হয়েছে বড় ভাই। তুমিই উদাহরণ হয়ে থাকলে।
প্রথমে একটানে পড়ে সিদ্ধান্ত নিলাম সময় নিয়ে পড়তে হবে। দ্বিতীয়বার তাই করলাম এবং সাহিত্যের অসাধারণ স্বাদ কুড়িয়ে নিলাম- নিজের মতো করে অর্থ করে। এটা নয় ওটা; ঠিক ওটাও নয় ভিন্ন কোন অর্থ (বহুস্বরতা) খুঁজে পেলাম। দারুণ ব্যঞ্জনাময় লেগেছে।
দ্বিতীয় অংশটা বেশি ভালো লেগেছে!
ব্যঞ্জন আজ ভালো হয়নি। দ্বিতীয় অংশ ভালো লেগেছে জন্য খুশি হলাম ভাই।
এটা নিজকিয়া ৫১ চলছে। অর্থাৎ এটা সিরিজ কবিতা। ব্যাক্তিগত ব্যাস্ততার কারনে এই সিরিজের অন্যান্ন কবিতা গুলো পড়া হয় নি।
আর সিরিজ কবিতার মাঝ খানের একটি কবিতা পড়ে তার যথাযথ মর্মার্থ উপলব্ধি এতোটা সহজে আমি ধরতে পারি না।
অন্যান্ন সিরিজগুলো পড়ে দেখার আগ্রহ অনুভব করছি।
আমি অলস মানুষ। ধারাবাহিকের ক্রম সংখ্যা এলোমেলো করে ফেলেছি ইলহাম ভাই।
ভাগ্যিস পরকিয়া শব্দটির উল্টো শব্দ বের করেছেন সৌমিত্র ভাই।
ভাগ্যিস।
মরে যাওয়া ডালপালা জুড়ে
পড়ে আছে প্রজাপতি শব।
* আমার কাছে এধরণের লেখা পড়তে বেশ ভালোই লাগে। শুভ কামনা সবসময়…
এখন আর পাখিরা আসে না।