ভালো আছ সর্পগন্ধা!
অসংবৃত দিন রাতের আড়াল আবডাল বলে কিছু নেই।
এক্সপ্রেসওয়ের জ্যান্ত বুক জুড়ে দ্রুতগতির আনাগোনা।
যে কোনো শুরুর সময়েই শুরু হয়ে যায় শেষেরও শুরু।
ভৈরোঁ রাগিনীর আলাপ ক্রমশঃ বদলে যায় মালকোষের সঞ্চারীতে।
সর্পগন্ধা, শুদ্ধস্বর আগলে রেখো বিচ্ছিন্নতার দ্বীপে বাস করেও।
গাছগাছালি পাখপাখালি দুপুর নৈশব্দ চেরা আজান, আগলে রেখো।
প্যারাসাইট সম্পর্কের ফিতে উড়িয়ে দিও শীতমায়ার হাওয়ায়।
যেভাবে ছ’মাসের ঘুম আক্রান্ত সরীসৃপ ভুলে থাকে, ভুলে যেও সেভাবেই।
ভালো থেকো, সর্পগন্ধা দুচোখে অঞ্জন মেখে হেমন্তআবাদে।
13 thoughts on “নিজকিয়া ৪৯”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সর্পগন্ধা, শুদ্ধস্বর আগলে রেখো বিচ্ছিন্নতার দ্বীপে বাস করেও।
ধন্যবাদ কবি লিটন ভাই।
চমৎকার ! খুব ভালো লাগলো কবি
ধন্যবাদ জাহিদ অনিক ভাই।
"ভালো থেকো, সর্পগন্ধা দুচোখে অঞ্জন মেখে হেমন্তআবাদে …
যেভাবে ছ’মাসের ঘুম আক্রান্ত সরীসৃপ ভুলে থাকে, ভুলে যেও সেভাবেই।"
__ অসাধারণ প্রিয় কবি সৌমিত্র। ফুলেল শুভেচ্ছা।
ধন্যবাদ প্রিয় ভাই।
যে কোনো শুরুর সময়েই শুরু হয়ে যায় শেষেরও শুরু
দারুণ পুনরাবৃত্তি ইলহাম ভাই।
দারুণ লিখেছেন প্রিয়কবি




শুভেচ্ছা শংকর দা।
যেভাবে ছ’মাসের ঘুম আক্রান্ত সরীসৃপ ভুলে থাকে, ভুলে যেও সেভাবেই।
ভালো থেকো, সর্পগন্ধা দুচোখে অঞ্জন মেখে হেমন্তআবাদে।
*



ধন্যবাদ কবি দিলওয়ার হুসাইন।
অসাধারণ লিখেছেন!
"যে কোনো শুরুর সময়েই শুরু হয়ে যায় শেষেরও শুরু"। —মুগ্ধ !