দেহজ শব্দেরা তিলতিল গড়ে তোলে রুক্ষ অবয়ব
স্তন উপত্যকায় মোহর লাগানো তিল তীক্ষ্ণ রোদ্দুরে বাদামী হলে
হাঁটুর নীচে নেমে আসে স্তব্ধবাক যোনি
কালাহারি ছেয়ে যায় ঠোঁটের উপোসী বৃত্তান্ত
দহন মাঝ আকাশে পৌঁছলে পড়ে থাকে রেত ঢেউয়ে
নিরাহারী যাযাবরী নিঃসঙ্গ কঙ্কাল।
3 thoughts on “নিজকিয়া ৩৬”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ভীষণ গম্ভীর হয়েছে আজকের পর্বটি। অফুরান শুভেচ্ছা প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী।
দুর্দান্ত উপস্হাপনা।মন ছুঁয়ে গেল।
বেশ ভাবনা কবি দা