সহজেই বলতে পারতুম গুডমর্ণিং দোস্তোঁ কিম্বা ধর গিয়ে
লালমাটিয়া বীরভূমি এক ভাঁড় চায়ে
হাই হ্যালো বিবর্জিত সুললিত সুপ্রভাত,
তারচেয়ে জানলায় মেঘ উঁকি দিচ্ছে
আর ওপাশের দূরের একতলা বাড়ীর ছাদে
সদ্য ঘুমভাঙা আলুথালু বউয়ের ছড়িয়ে ছিটিয়ে
অকালপক্ক কালোর রেশ টানা হলদেটে তালের ভ্রূণ
পাশ কাটানো, কিম্বা কিম্বা কিম্বদন্তী গাছ বা …
যাকগে, বরং এককাপ চায়ের খোঁজে লাউঞ্জ পেরিয়ে
অস্ফূট রাস্তায়;
গতকাল এক কবি ধূমমাচানো হিন্দি গানের
কয়েক কলি ভোদকা আর হুইস্কি সহযোগে
ঝপ্পাস ফেলায় সারারাত রবিঠাকুর
দরজায় নক করেছেন।
5 thoughts on “শান্তিনিকেতনী সকাল”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ফকির আবদুল মালেক
আপনার লিখায় আমরাও শান্তিনিকেতনী সকাল থেকে বেড়িয়ে এলাম কবি।
এই প্রশ্রয় আমাকে উদ্দীপ্ত করে প্রিয় ভাইয়া মুরুব্বী।
ধন্যবাদ প্রিয় কবি সৌমিত্র। গুড লাক ফর য়্যূ।