না সংশয় রাখিনি আমিও
জন্মান্তরে বিশ্বাসও না,
বিকেলের নদীর ভাঁটায়
হঠাৎ হরকা বানে
একে একে ডুবে যায় বদ্বীপ:
না, সংশয় রাখিনি
বুজে যাওয়া আঁচড়ের দাগে
জ্বরতপ্ত নিষিদ্ধ টিন ঠোঁটে
একলা সন্ধ্যের ঘরের এজলাসে:
সব সংশয় তোমার ব্রাহ্মী গালে
জিভে, বিষুবীয় বিভাজনে
বন্ধক রেখে স্বাধীনতা উদযাপন করেছি।
2 thoughts on “অমোঘ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
স্বাধীনতা শব্দটি আমাদের হোক। অনুভব প্রকাশের স্বাধীকার আমাদের হোক।
জিভে, বিষুবীয় বিভাজনে
বন্ধক রেখে স্বাধীনতা উদযাপন করেছি।
মুগ্ধ!