হৈ লেগেছে মাঘের শেষে
হৈ দিয়েছে ফাল্গুনে
হাসছে পলাশ কৃষ্ণচূড়া
আসছে ধরণ কাল গুনে।
পশ্চিমাদের দিবস আছে
পূর্বে আছে পর্ব
বুদ্ধি আছে হাসিও আছে
মাইলস্টোনের গর্ব।
আসছে রঙের ধুমধাড়াক্কা
তিনতিরিক্কে রঙ গুলে
মনখারাপি শীত কুয়াশা
সরছে সোয়েটার খুলে।
রিচার্জ হচ্ছে সূর্য আলো
বাড়ছে দিনের লাইফটাইম
সবুজে সাজছে গাছের পাতা
লিখছে কবি প্লেজার রাইম।
দারুন ছন্দের লেখা
ছন্দের লেখা আমার সব সময় ভালো লাগে।
অভিনন্দন প্রিয় কবি সৌমিত্র। সুন্দর লিখা।
Darun
রিচার্জ হচ্ছে সূর্য আলো
বাড়ছে দিনের লাইফটাইম
সবুজে সাজছে গাছের পাতা
লিখছে কবি প্লেজার রাইম।
দারুন।
হৈ লেগেছে মাঘের শেষে

হৈ দিয়েছে ফাল্গুনে
হাসছে পলাশ কৃষ্ণচূড়া
আসছে ধরণ কাল গুনে। অসাধারন প্রিয় কবিদা’