সূর্যতাপস হয়েও বিকীর্ণ তেজে
ম্রিয়মাণ কেটে যায় সারাটা জীবন,
শেকড় ভোলার ভুল একদিন জেনে রেখ
কৈফিয়ত দাবী করবেই হাতুড়ি ঠুকে।
রাজপথে ছিটিয়ে থাকা জমাট রক্ত
ধূলো মাখামাখি কাদা রক্ত
আলোর চোখ ফেটে বেরোনো বিন্দু রক্ত
হাতের তালুর দাগে গেঁথে যাওয়া রক্ত
একদিন আঙুল তুলবেই, বলবেই –
নিজের জবানী ছেড়ে চাটুকারিতায়
অপমানিত হয়েছে অস্বীকৃত পিতৃরক্ত।
পরিচয়হীনতায় ভুগবে যতই –
যতই কথায় জেঁকে বসে বিদেশী দাপ
ততই ছায়া দীর্ঘতর হবে ;
একদিন জেনে যাবে শুধু
আলোর ক্রীতদাস ছায়া নয়,
ছায়ারও আলো থাকে।
একদিন জেনে যাবে শুধু
আলোর ক্রীতদাস ছায়া নয়,
ছায়ারও আলো থাকে।
___ অমোঘ সত্যের আলাপ। মহান একুশের শুভেচ্ছা প্রিয় কবি সৌমিত্র।
একদিন জেনে যাবে শুধু
আলোর ক্রীতদাস ছায়া নয়,
ছায়ারও আলো থাকে।
** কবি দাদা, দার্শনিক মনোভাবের প্রতিফলন…