বন্ধু বল্লে বন্ধু হয় না
বন্ধু হওয়া তো সহজ নয়
বাইরে বলবে বন্ধু কিন্তু
পুষবে ঈর্ষা হিংসা ভয়।
সুজন বন্ধু কুজন বন্ধু
কিভাবে করবে এম্নি ভাগ!
বন্ধুপ্রীত ভাগ্য জোটায়
মনের গভীরে কাটছে দাগ।
বন্ধু এগোয় তুমিও এগোও
চরৈবেতি চরৈবেতি
পেছনে টানলে বন্ধু সে নয়
ঈর্ষায় শুধু নিজেরই ক্ষতি।
বন্ধু উঠলে গম্ভীর হও
ঈর্ষাজাল কেন গোটাও!
সমতুল তো আছই তাহলে
নিজের ঢাক নিজে পেটাও!
বন্ধু বল্লে বন্ধু হয় না
হৃদয়ের চোখ খুলেই দেখো
জড়াও হাসিতে মেলাও বর্ণে
প্রাণখুলে ভালো বাসতে শেখো।
বন্ধু এগোয় তুমিও এগোও
চরৈবেতি চরৈবেতি
পেছনে টানলে বন্ধু সে নয়
ঈর্ষায় শুধু নিজেরই ক্ষতি।
ছড়া কবিতাকে যে সুরে আমরা সাধারণত অভ্যস্ত তেমন পড়লে দারুণ লাগে।
জড়াও হাসিতে মেলাও বর্ণে
প্রাণখুলে ভালো বাসতে শেখো
ছন্দে ছন্দে স্মরণ করিয়ে দিলেন সুজন বন্ধু আর কুজন বন্ধু বিভাজন। একই সমতলে চলমান বন্ধুদের মাঝে কেউ যদি এগিয়ে যায় তবে সুজন ও কুজনে রূপান্তরিত হতে থাকে।
চমত্কার ছড়া।