বন্ধু হে

বন্ধু বল্লে বন্ধু হয় না
বন্ধু হওয়া তো সহজ নয়
বাইরে বলবে বন্ধু কিন্তু
পুষবে ঈর্ষা হিংসা ভয়।
সুজন বন্ধু কুজন বন্ধু
কিভাবে করবে এম্নি ভাগ!
বন্ধুপ্রীত ভাগ্য জোটায়
মনের গভীরে কাটছে দাগ।

বন্ধু এগোয় তুমিও এগোও
চরৈবেতি চরৈবেতি
পেছনে টানলে বন্ধু সে নয়
ঈর্ষায় শুধু নিজেরই ক্ষতি।
বন্ধু উঠলে গম্ভীর হও
ঈর্ষাজাল কেন গোটাও!

সমতুল তো আছই তাহলে
নিজের ঢাক নিজে পেটাও!
বন্ধু বল্লে বন্ধু হয় না
হৃদয়ের চোখ খুলেই দেখো
জড়াও হাসিতে মেলাও বর্ণে
প্রাণখুলে ভালো বাসতে শেখো।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

2 thoughts on “বন্ধু হে

  1. বন্ধু এগোয় তুমিও এগোও
    চরৈবেতি চরৈবেতি
    পেছনে টানলে বন্ধু সে নয়
    ঈর্ষায় শুধু নিজেরই ক্ষতি।

    ছড়া কবিতাকে যে সুরে আমরা সাধারণত অভ্যস্ত তেমন পড়লে দারুণ লাগে। :)

  2. জড়াও হাসিতে মেলাও বর্ণে
    প্রাণখুলে ভালো বাসতে শেখো

    ছন্দে ছন্দে স্মরণ করিয়ে দিলেন সুজন বন্ধু আর কুজন বন্ধু বিভাজন। একই সমতলে চলমান বন্ধুদের মাঝে কেউ যদি এগিয়ে যায় তবে সুজন ও কুজনে রূপান্তরিত হতে থাকে।

    চমত্কার ছড়া।

মন্তব্য প্রধান বন্ধ আছে।