এক অরাজনৈতিক হত্যা

চড় টা নামছিল পঁয়ষট্টি ডিগ্রী অ্যাঙ্গেলে
চেলির টকটকে লাল রঙ
মাপমতো রেশিও তে ফেড হতে হতে
হঠাৎই বাসি রক্তরং,
আচমকা রাত্রি নামতেই চেলিও কোমায়
সিলিং থেকে দড়ি ছিঁড়ে নামাতে হলো
আধজ্যান্ত শব।

আধোবুলির নেক্সট জেনারেশন
কিছুটা স্বাধীন মত্ততায় চক দিয়ে
ছটপটে ছবিতে আকাশ আঁকছিল,
অথচ তারও মস্তিষ্কের নতুন শিলায়
টুংটাং টুংটাং, বাবা বাড়ি ফিরলো না?

এক রাজপুরুষ থলির রহস্য নিয়ে
ফাঁকেফোকরে উঁকি দেয়,
থলির ভেতরে গাঁকগাঁক করে মুদ্রার রক্তচোখ,
অন্য রাজপুরুষ গভীর নিবেশে বুনে চলে
মিথ্যের মাকড়জাল।

বাতে পঙ্গু অবোধ জননী
শেষ বিন্দু জল ঝরিয়ে রিক্তসাঁঝ
আঁচলে জড়ায়,
ইত্তর ছড়ানো দুর্জন ভীড়ে
বনবাসী মুনি শব কোলে বসে।

তোলার উচ্চন্ড হাত সপাটে নামে,
দেওয়ালে মাথা আছড়ে পড়তেই শ্রাবণের
ঝোড়ো হাওয়া আর সজোর বর্ষণে
চেলি থেকে রক্ত ছিটকে সবুজ ঘাসে আঁকা হয়
খলখল বাঁকাহাসি কাটামুন্ড ছিন্নমস্তা
সিংহাসনে বসে রক্তপান করে রিক্ত সময়ের।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

1 thought on “এক অরাজনৈতিক হত্যা

  1. লিখাটিকে আমার কাছে বেশ জটিল মনে হয়েছে। বক্তব্যও স্বচ্ছ মনে হলো না।
    তবে লিখার মধ্যে একটি কাহিনী লুকিয়ে আছে এটা বোঝা যায়। শুভেচ্ছা প্রিয় সৌমিত্র।

মন্তব্য প্রধান বন্ধ আছে।