রাইন নদীর পাশে যে গ্রামে এক দুপুরে লাঞ্চ করেছিলে
সেই আধোয়া ফর্ক স্পুন প্লেট এখনো ডাকে
স্বপ্নের মাঝবয়সিনী দুই স্তনের ফাঁকে
টেবিলের ওপরে আজও পড়ে আছে
চুমুক দেওয়া আধগ্লাস রেড ওয়াইন।
বাস্তবের জ্যান্ত পটভূমিতে অম্ল জন্ম আমাদের
প্রজ্ঞায় শার্দুল বিচরণকাঙ্খা বদলে যায় সরীসৃপ বিচলনে;
দীর্ণ চাতালে, বৈভবের স্বপ্ন কাটিয়ে নগ্ন
পড়ে থাকে ধর্ষিতা অপুষ্ট যৌবন, বেড়ে চলে সংখ্যাতত্ত্বের কারিকুরি।
2 thoughts on “নিজকিয়া ১৮”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
তোমার লিখা গুলোন যতবারই পড়ি … বিশেষ করে সিরিজ লিখা গুলোন
ভালো থেকো সৌমিত্র।
স্থান কাল এবং উপমার অসাধারণ ব্যবহার চোখে পড়ে।
আবেদন ভরা স্মৃতি কথা । ভালো লাগলো।