যেতে যেতেও রেখে যেও রুক্ষ আমেজ, নগ্নদৃশ্য কিছু নরম আবেশে:
চোখ আঁকার পূর্বতন সেকেন্ডের ভগ্নাংশে আঙুলের বিচলন ছুঁয়ে যায়
সীতারামপুরের ভাড়াটে নর্তকীর অঙ্গবিভাজনের অলীক কল্পনা,
মুখ আর মুখোশের মাঝখানে ভেসে থাকে লুপ্ত আটলান্টা মহাদেশ,
এই স্বর্গরাজ্য গড়ে তোলার অবসরে ভেবে নিই কি বলি তোমায়, দেখা হলে!
2 thoughts on “নিজকিয়া ২১”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
মুখ আর মুখোশের মাঝখানে ভেসে থাকে লুপ্ত আটলান্টা মহাদেশ।
দারুণ কবিতা! শুভেচ্ছা জানবেন কবি দা।