উটউটানি পাঁচালী
উট আর উটানি
করতে হে ফুটানি
গেছে বন সকালের ফ্লাইটে।
উট বলে ধুমধার
মেগাসিটি নচ্ছার
ভাল্লাগে ডেজার্ট সাইটে।।
উটানির বাঁকা মুখ
মরু মে কাঁহা সুখ
খেটে মরি দিনরাত যন্ত্র।
কুঁড়ে উট বসে খাস
জ্বলে গেল হাড়মাস
বাপে কেন পড়েছিল মন্ত্র।।
উট রেগে বলে শোন্
জানি আমি তোর মন
রাদ্দিন কচি খুঁজে ফিরছিস।
এইখানে ছেড়ে দিলে
নিশ্চয়ই কোনো ছেলে
অ্যাপো করা শেল্টারে ভিড়ছিস।।
কাঁদো কাঁদো ফোঁৎ ফোঁৎ
মনে বলে বাঞ্চোৎ
মুখে এই আমাকেই চিনলে।
কান্নায় গলে জল
উট বলে চল্ চল্
কিনে দেব উডল্যান্ড কিনলে।।
ঘ্যাঁচ করে ক্যাব আসে
ক্রেডিটে মাল খসে
ট্র্যাভেলিং শপিং খুংখার।
উট আর উটানি
ওসি টু ভুটানি
ল্যাত্ খেয়ে ছাড়ে মরু হুংকার।।
হাহাহা। মজার ছড়া পদ্য। ভালো লাগা রাখলাম।