ভালো থাকা না থাকা
বলেছিলে, ভালো থেকো।
কথা দিয়েছিলাম ভালো থাকব।
দুপুরের টানা ভাতঘুম শেষ হলে
ফুটপাথ গা ঝাড়া দিয়ে চলতে শুরু করলে
বসে থাকা অলস শালিখ টাল খায়
ডানা ঝাপটিয়ে উড়ে যায় পতপত।
ভাবনারা আজও ব্যালেন্স শেখেনি,
হাঁটতে হাঁটতে জিভ গলা শুকালেই
মরুভূমি উদয় হয় রসালো শহরেই।
যতই দিনরাত্রির স্ট্যাম্প পড়ে
খসখসে পুরনো চামড়ার লোমগলিপথে,
আদিম বহু ইচ্ছে চাগিয়ে
ভবিতব্য টেনে আনে সিজারের
পুর্বাহ্ন নির্দ্ধারিত হস্তরেখায়।
ঝুঁকে পড়তে পড়তেই আবিষ্কার করি
আমরা কেউ ভালো নেই
আপাত ভালোর খোলসের তলায়।
‘কথা দিয়েছিলাম ভালো থাকব।
ঝুঁকে পড়তে পড়তেই আবিষ্কার করি
… আমরা কেউ ভালো নেই
আপাত ভালোর খোলসের তলায়।’
– কবিতার কথা গুলো পড়ে মনে .. এ যেন আমারই কথা। অভিনন্দন সৌমিত্র।
সুন্দর লিখেছেন, দাদা। ভালো লাগলো।
সুন্দর লাগলো প্রিয় কবি।