রাজকাহিনী
রাজা তোমার সময় হাঁটে
আবাস ছেড়ে কুপ্রবাসের পথে,
বংশধারায় ঝিলমিলিয়ে
তিলক পরে কোঠায় বসা
মিষ্টি হাসির প্রসাদ বাঁটা
দুষ্টু চোখের সর্বনাশ
এ সবেরই দিন গিয়েছে।
সময় বড় গ্রানাইট চাঁই
অলঙ্ঘ সেই নির্দেশণ,
চিতা ঠেলে শবরা ওঠে
নাৎসী বিমান নাক উঁচিয়ে
নিরাপত্তার গন্ধ খোঁজে।
সময় এখন কাষ্ঠ হাসে
বুঝলে রাজা বাঁচলে তবে
গোঁ ধরলেই খামোশ!
ওঠো রাজা গা টা ঝেড়ে
নিঃশ্বাসে নাও ঝড়ের পূর্বাভাস;
বোঝো তোমার সময় পালায়
ল্যাজ গুটিয়ে,
ভাগো রাজা-ভাগো।
ইতিহাস নিশ্চয়ই স্বাক্ষ্য দেবে। শুভেচ্ছা প্রিয় কবি সৌমিত্র।