আছ
ডাকতে গেলেই
মাথার ভেতর
বোমারু সাইরেন
ডাকতে গেলেই
সান্নিপাতিক
জেল পালানো ঘন্টা
দু চার পা ধমনীতে
বিন্দাস ধুম ঝংকার
তারওপরে কাঁটাতারের
চোখরাঙানো বেরিয়ার
পা বাড়ালেই তারাযুদ্ধ
পা বাড়ালেই গ্রহানুঝাঁক
অক্সিজেনের বেবাক ফাঁকি
ডাকতে গেলেই স্বরযন্ত্র
নিশ্ছিদ্র হরতাল
তারওপরে আকাশনীলা
আঁকছে ঠোঁট বিমূর্ত
দেখতে গেলেই রোমান নাইট
ছুঁড়েছে খর ভল্ল
দেখতে গেলেই না নানা না
হাজার বিচার দরজায়
দেখতে গেলেই মাথার ভেতর
তুম না না তুম আহ্লাদ
“দেখতে গেলেই না নানা না
হাজার বিচার দরজায়
দেখতে গেলেই মাথার ভেতর
তুম না না তুম আহ্লাদ।”
__ আছ’র মধ্যে এটাও এটাও এক ধরণের থাকা। শুভ সকাল প্রিয় কবি সৌমিত্র।