অভিমান বুঝেছ কি তুমি?
বুঝেছ কি
দগদগে ক্ষত ফেলে যায়
নির্বান্ধব !
শেষকৃত্য হয়ে গেলে
কোনোদিন ফেরেনা
রুদ্রাক্ষ জপমালায়।
শাওনের নিশ্চিত আদর
তীর তীক্ষ্ণ জলের ফোঁটায়
এফোঁড় ওফোঁড় করে
নির্লজ্জ তপ্ত মাটির শরীর,
বানভাসি মেঠো রাস্তায়
হাওয়ারাও ক্লান্ত হয়ে গেলে
গর্তের থেকে বেরিয়ে আসে
সত্যি শামুক –
হিলহিলে বিষমুখ খরিশ শিশু –
নির্ভেজাল সন্তান ইচ্ছায়
উপোসী ব্যাঙ পুরুষ –
চর ও অচর মুহূর্তে
শুনসান, শুধু জল সিম্ফনি।
অভিমান বোঝোনি
তীর নিক্ষেপের স্বার্থপর খেলায়
একনায়কের সন্তানের জিন বয়ে
চাপিয়েছ অলীক ইচ্ছে,
ক্রীতদাস নুয়ে গেলে
বাঘেরা বেরিয়ে আসে
ভয়াল শব্দ সন্ধানে
ঝমঝম প্রথম শ্রাবণে।
দারুণ সব উপমার ব্যবহার। চমৎকার হয়েছে প্রিয় সৌমিত্র। গুড।
অশেষ ধন্যবাদ ও ভালোবাসা প্রিয় মুরুব্বী ভাইয়া।
আহা !! কতকাল পর দ্যাখা।