এসো
জলীয় বাষ্প হয়ে এসো
শরীরের মধ্যভাগে ধরে
মস্ত বাবল্
এস জলতরঙ্গ সুরাইয়া মায়ায়
টুংটাং সুরভিগন্ধ ছড়িয়ে
এসো গোলবারান্দা বেয়ে
নেমে আসা মাধবীলতায়
এসো চাতকিনী বৃষ্টির বুদ্বুদে
এসো শারদীয় ধুনুচি স্বপ্নকন্যা হয়ে
জলীয় তদন্তের শেষ এপিসোডে।
এসো
জলীয় বাষ্প হয়ে এসো
শরীরের মধ্যভাগে ধরে
মস্ত বাবল্
এস জলতরঙ্গ সুরাইয়া মায়ায়
টুংটাং সুরভিগন্ধ ছড়িয়ে
এসো গোলবারান্দা বেয়ে
নেমে আসা মাধবীলতায়
এসো চাতকিনী বৃষ্টির বুদ্বুদে
এসো শারদীয় ধুনুচি স্বপ্নকন্যা হয়ে
জলীয় তদন্তের শেষ এপিসোডে।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
এসো কবিতারা, এসো তোমাদের দেখি। হা হা হা । অনেক ভালো লাগল দাদা
এসো চাতকিনী বৃষ্টির বুদ্বুদে
এসো শারদীয় ধুনুচি স্বপ্নকন্যা হয়ে
জলীয় তদন্তের শেষ এপিসোডে।