বর্ষা শীত সীমান্তে
মাঝেমধ্যে মেঘ
বিকেল হলেই
চমকে দিয়েই
পালায়।
মাঝেমধ্যে কালো
হঠাৎই ঝড়
গোঁসা গরগর
জ্বালায়।
মাঝেমধ্যে রোদ
আগুন ধরায়
চামড়া গোড়ায়
জ্বলন।
মাঝেমধ্যে জল
দাদুরী মাতানো
সবুজ জড়ানো
ফলন।
মাঝেমধ্যে মাইক
দুর্গা পুজোর
আঁচল নিচোড়
ডাক।
মাঝেমধ্যে শীত
ভোর জানলায়
হাওয়ার হাওয়ায়
বাক।
শারদীয় দুর্গোৎসব এর শুভেচ্ছা রইলো প্রিয় কবি সৌমিত্র। শুভ সকাল। :yes: