পর্ণমোচী পাতার সঙ্গে একদিন

পর্ণমোচী পাতার সঙ্গে একদিন

ভেবেছিলাম, শ্যামবাজার পাঁচমাথায় সুভাষের ঘোড়ায় চেপে
তোমাকে চুমু খাবো।
ভেবেছিলাম, ভর্তি সংসদের গম্ভীর সময়ে দু আঙুল জিভের তলায়
সিটি মারব।
ভেবেছিলাম, অরণ্যের কাছে গিয়ে হাত জোড় করে ক্ষমা চেয়ে
দেব এক থালা ভাত।

কুসুমাস্তীর্ণ স্বপ্ন কেটে যায় খল সময়ের অনুভূতিহীন
খঞ্জর আঘাতে।
অরন্যের অন্ধকারের গন্ধ মাখা শুঁড়িপথ চমকে শোনে
আগন্তুক পায়ের গোঙানি।
দুহাতের তালুতে আলতো ছোঁয়ার আদরে ধরি তোমার
লাউডগা শরীর।

একটা মাত্রই বর্ণময় দিন সম্বল আমার তোষাখানায়
ব্যাঙের আধুলি।
সূর্যের লাল থেকে লাল লক্ষ্মণরেখায় যত হাসি কান্না রাগ
সুক্ষ্ম অভিমান।
তারপর ফের সেই একশো আশি ডেসিবেলের শব্দনগরীতে
একাকী দাঁড়িয়ে।

একাকিত্ব শব্দ মাত্র নয়, পর্ণমোচী, জলদ সরোদের তারে
টুং টাং অনুভব।
হাজার আগাছার ভিড়েও আকাশচুমু খাওয়া একাকী যুবক
সাড়ে চারশোর বাওবাব।
ঝুম সকাল থেকে তোমাতে জড়ানো নিষাদরাত পেরলেই বাকী জীবন
আবার একাকী আমি।

কখনো কোন ব্যাকরণ মানা তোষামোদকারী মন রাখা কথা
বলতে পারিনি।
সারাদিন শুধু এঁকেই গিয়েছি তোমার ঠোঁটে রোদ্দুর আর চোখের তারায়
পাহাড়ি ঝোরার অবিরাম ধারাজল।
আজ নতজানু, পর্ণমোচী, আমার যা কিছু নাবালক খেলা আর অনুরাগ
ক্ষমা করে দিও।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

1 thought on “পর্ণমোচী পাতার সঙ্গে একদিন

  1. অদ্ভুত এক শাব্দিক সমারোহে অনুভবের মায়াজাল। অসংখ্য ধন্যবাদ প্রিয়কবি সৌমিত্র। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।