বিষাক্ত যন্ত্রণায়
অন্ধকারের শুঁড় আছড়ে পড়ছে বিকট গর্ভযন্ত্রণায়
শুধুই ছায়াদের বিষাক্ত বিচরণ,
সপ্তম বিশ্ব থেকে ভেসে আসছে ওঙ্কার ধ্বনি
আমার ডান দিকে শুয়ে আছে
আমার অতীত, আমার অভ্যাস।
পৃথিবীটা রোজই গলে যাচ্ছে
শীতগর্ত থেকে বেড়িয়ে আসছে গিরগিটি-সাপ
ভরা গ্রীষ্মেও শীতের আভাস
মানুষহীন মাটির বুকে যক্ষ্মার কাশি,
সূর্য নাকি ছিনতাই হয়ে গেছে।
এখন প্রেম খুব প্রয়োজন ছিল নূরজাহান!
সূর্য নাকি ছিনতাই হয়ে গেছে।
এখন প্রেম খুব প্রয়োজন ছিল নূরজাহান!———অসাধারণ ভাবনাময় কাব্যকথা
অনেক শুভেচ্ছা রইল কবি দা——-
'এখন প্রেম খুব প্রয়োজন ছিল নূরজাহান!' কোন দ্বিমত নেই প্রিয় কবি সৌমিত্র।