বর্ণশূন্য শ্বাস বাস
পারমিতা! আছ পারমিতা!
দেখ, বিকেলের রোদ কমছে।
জানলায় বসে কা কা ডাকা কাক
রাজকীয় বেশ ফেলে ফুটপাতে।
শীত কেন আজ আমাকেই খোঁজে
জুলপিতে রূপো ক্যাসিনো সাজায়।
আছ পারমিতা! পারমিতা আছ!
বুকের আঁচড়ে টিটেনাস থাবা।
মন নামে নাকি কস্তুরী বাঈ
ঘুঙুর বাঁধছে গোলাপ দুপায়ে।
পারমিতা! কই পারমিতা আছ!
মর্গ টেবিলে সংখ্যা হয়েছি।
অক্ষর শুধু হিজিবিজি দাগ
কাটে একমনে কালো পর্দায়।
রাস্তাটা কেন শ্যাওলা পিছল
ছোটবেলা টুকি দিয়েই পালায়।
পারমিতা! প্লিজ শোন পারমিতা!
শ্বাস চলে গেলে ভয় পাই জান!
হিসেবের খাতা আগুনে পুড়েছে
পারমিতা নিশি ডাকে যে মিলায়।
'পারমিতা! কই পারমিতা আছ! মর্গ টেবিলে সংখ্যা হয়েছি।' পারমিতা কথন অসাধারন।
ধন্যবাদ প্রিয় ভাই।
বাহ্ কবি, সুন্দর
ধন্যবাদ শংকর দা।
অসাধারণ হয়েছে কবিতাটি প্রিয় কবি
বুকের আঁচড়ে টিটেনাস থাবা
আমার নয়; অসাধারণ এক লিখা পড়ে এলাম আপনার। ধন্যবাদ।
পারমিতা! প্লিজ শোন পারমিতা!
শ্বাস চলে গেলে ভয় পাই জান! — চমৎকার
আমার খুব ভাললাগে আপনার লেখা সৌমিত্র দা
সুন্দর।
রাস্তাটা কেন শ্যাওলা পিছল
ছোটবেলা টুকি দিয়েই পালায়।
* অসাধারণ বাণীবিন্যাস…