ভোদকা কর্পূর আর এক অন্ধ খুপরি
সন্ধে হচ্ছে নির্বিবাদে
সন্ধে হচ্ছে মাথার কোষে
জুয়োর মেলায় পাহাড়তলি
ফেলছে দান অবিশ্বাসে।
ছয় রিপু মাত তান্ত্রিকচাল
ছয় দুগুনে চোদ্দো বলে
এপাড় ওপাড় ছাপিয়ে নদী
সোজা ছেড়ে বাঁকাই চলে।
একটাকাতে ষোলোআনা
ষোলোআনায় পার্সেন্ট ফুল
একটা টাকা তবুও বৃথা
মুখ মুখোশের মেটায় মাশুল।
অন্ধকারে হাত-পা বেভুল
হুমকি আসে জল্-প্রপাতে
ভোদকা গ্লাসের বন্ধুত্ব
নিস্তরঙ্গ পূর্ণিমাতে।
পাক খেয়ে যায় ধোঁয়ার দেহ
সম্পর্ক কশাই কাটে
মত্ত মায়া কর্পূরী ঘ্রাণ
সন্ধে নামে বিজন মাঠে।
ভোদকা ভালো জিনিস
আজ্ঞে।
ভোদকার সাথে কর্পুর কেনে দাদা, ভোদকার সাথে থাকবে লেবু।


লেবুও চলবে খালিদ ভাই।
মুগ্ধতা রেখে গেলাম॥
ধন্যবাদ কামরুল আহসান ভাই।
চমৎকার কবিতা প্রিয় সৌমিত্র।
ধন্যবাদ প্রিয় ভাই।
* অসাধারণ একটি কবিতা পড়লাম প্রিয় কবি দাদা। শুভরাত্রি।
ধন্যবাদ হুসাইন ভাই।
অন্ধকারে হাত-পা বেভুল
হুমকি আসে জল্-প্রপাতে
ভোদকা গ্লাসের বন্ধুত্ব
নিস্তরঙ্গ পূর্ণিমাতে।
==বাহ মুগ্ধ হলাম কবি,,,,,
খুশি হলাম মান্নান ভাই।