মেমসাহেবা ৩৭

মেমসাহেবা ৩৭

এক সিগারেট দূরত্বে এপাড়া ওপাড়া পুজো প্যান্ডেলে
প্যান্ডোরা বক্সের প্যারোডি চাখতে চাখতে
আর রাগ কোরোনা প্লিজ অজস্র সুন্দর মেয়েদের
দেখতে দেখতে…
এই জানো, তোমাকে সেদিন বিওওটিফুল লাগছিল!
চিকেন এগরোলের শেষ মাথার কাগজ
আর কি জানি ছাতামাথা সসের বিন্দু
আঙুলের ডগা থেকে চেটে নিতে নিতে
সেদিন রিক্সায় তোমার পাশে বসার উত্তুঙ্গ সময়
কানের পাশে, মাথার চুলে শনশন শনশন …
জুলপির কাছে অনেকগুলো চুলেই রূপো গলানো
ছোঁয়া নিয়ে ঘোরাফেরা শৈশব থেকে
বিকেলের ছায়া আবছায়ায় টুপটাপ শুকনো
পাতা মাড়িয়ে হেঁটে চলে উদাসীনতায়,
দড়ির গন্ডি টপকানো আর তো কয়েকদিন
বা মাস কিম্বা বছর!

এই জানো তোমার ঝাঁকড়া ঝলমলে চুলে
কাল ভোররাতে নাক ডুবিয়ে স্বপ্নে আদর আর
ঝগড়ার মূহুর্তগুলো
ঝাঁপিয়ে পড়েছিল অচানক!
আজ তো শহরতলির নিতান্ত সাধারণ
কিন্তু আন্তরিক পুজো প্যান্ডেলে
দুর্গা মূর্তির পাশেই তোমাকে দেখলাম স্পষ্ট,
এই জানো, তখন, হ্যাঁ তখনই জানি
ইউ আর দ্য বেস্ট!

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

12 thoughts on “মেমসাহেবা ৩৭

  1. এই জানো তোমার ঝাঁকড়া ঝলমলে চুলে
    কাল ভোররাতে নাক ডুবিয়ে স্বপ্নে আদর আর

    =====বাহ দারুন লাগল কবি,,,,,,,,হেমন্ত ভালোবাসা।

  2. 'বিকেলের ছায়া আবছায়ায় টুপটাপ শুকনো
    পাতা মাড়িয়ে হেঁটে চলে উদাসীনতায়,
    দড়ির গন্ডি টপকানো আর তো কয়েকদিন
    বা মাস কিম্বা বছর!' ___ মেমসাহেবার প্রতি অফুরান শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. অনেক ধন্যবাদ প্রিয় ভাই। শুভেচ্ছা  জেনো। :)

    1. পুরোপুরি ফাগুন খালিদ ভাই। সময় সব সময় একরকম যায় !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Laugh at.gif.gif

  3. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifপুরোনো অনেক স্মৃতি মনে পড়ে গেল আপনার কবিতায় চোখ বুলাতে বুলাতে।

    তার পর ছাড়লাম একটা  দীর্ঘশ্বাস। এবং কিছুক্ষন নীরব থাকার পর ধন্যবাদ জানালাম প্রিয় চক্রবর্তী দা কে এমন সুন্দর কাব্য উপহার দেবার জন্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. এই তো মনের মতো মন্তব্য। :) অনেক ধন্যবাদ নূর ইমাম শেখ বাবু ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. এই জানো, তোমাকে সেদিন বিওওটিফুল লাগছিল!

    আমার জীবনে ঘটে যাওয়া এক ঘটনার বহিঃপ্রকাশ দাদা। আপনার লেখা কবিতা পড়ে মনে পড়ে গেল। লিখেছিলাম ব্লগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে।

  5.  

    আঙুলের ডগা থেকে চেটে নিতে নিতে
    সেদিন রিক্সায় তোমার পাশে বসার উত্তুঙ্গ সময়
    কানের পাশে, মাথার চুলে শনশন শনশন …   ————- 
    আহ মেমসাহেবা 

     

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।