শত্রু মিত্র
আমার কোনো ঘোষিত শত্রু নেই।
অঘোষিত শত্রুদের দিয়েছি কবচকুন্ডল
সাতমারী বিলের নিঃশর্ত ইজারা
দাতব্য চিকিৎসালয়।
অজান্তে গল্পের মাঝবয়সিনী লম্বা রেখায়
বন্ধুরা উঠে চলে গেছে ঘরজোড়া ফরাশে
হুইস্কি আর পোড়া সিগারেটের ছাই ফেলে।
চিলেকোঠায় প্রাচীন তোরঙ্গ খুলে
নাবাল ভালোলাগার চিহ্ন ঘেঁটে দেখি
অসময়ের বিকেলে চুরি হয়ে গেছে আমার মৃত্যুবাণ।
"নাবাল" শব্দের অর্থ কি?
অর্থ একদম সাধারণ মরুভূমি ভাই।

নাবাল, নামাল – [বিশেষণ পদ] নিম্ব গড়েন, ঢালু (নাবাল জমি)।
চমৎকার হয়েছে প্রিয় কবি সৌমিত্র।
শুভেচ্ছা জেনো প্রিয় ভাই।
চিলেকোঠায় প্রাচীন তোরঙ্গ খুলে
নাবাল ভালোলাগার চিহ্ন ঘেঁটে দেখি
অসময়ের বিকেলে চুরি হয়ে গেছে আমার মৃত্যুবাণ।
* অভিভূত, প্রিয় কবি দাদা…
অসংখ্য ধন্যবাদ কবি হুসাইন ভাই।
অনেক ভালে একটা কবিতা পড়লাম দাদা
ধন্যবাদ কবি মোকসেদুল ভাই। শুভেচ্ছা জানবেন।
দেশ থেকে শয়তান তাড়ানো!
মুগ্ধ হলাম প্রিয় কবিবর!
জানাই আন্তরিক শুভেচ্ছা!
ধন্যবাদ কামাল হাবিব ভাই।