শব্দশেল
কোনো কোনো শব্দেই গভীর রক্তপাত
কোনো কোনো শব্দে বোমা বিস্ফোরণ আচম্বিতে
পড়ে থাকে একাকী রাজপথে
সুখসময়ের ছিন্নভিন্ন রক্তমাখা লাশ।
সবচেয়ে সুন্দর পাখিও গ্রহণ সময়ে
ঘোরতর আমিষাশী হয়ে যায়,
লুপ্ত আবেগে চারপাশে উড়ে বেড়ানো
সমস্ত চুম্বন শুধুই যন্ত্র শব্দ করে।
কোনো কোনো শব্দে মূহুর্তে দরজা বন্ধ হয়
চিরদিনের জন্য ওপারে ধরাছোঁয়ার বাইরে
থেকে যায় নার্নিয়ার রূপকথা দেশ,
এপার দখল নেয় ধূ ধূ মৃত্যু বালিয়ারি।
কোনো কোনো শব্দে রাত্রি নেমে আসে অন্তহীন।
নিশ্ছিদ্র নিকষ কালো জেঁকে বসে
নিষিদ্ধ গলির কোনায় কোনায় তিক্ত রসে,
উন্মাদ বাক্যবিন্যাস তখনই রঙ হারায়।
সাধারণে অসাধারণ কবিতা প্রিয় কবি সৌমিত্র। অভিনন্দন অভিনন্দন।
ধন্যবাদ প্রিয় ভাই। শুভেচ্ছা জেনো।
অপূর্ব! জোরালো উচ্চার, ঝমঝমিয়ে রণন হচ্ছে মাথায়। শুভেচ্ছা অবিশ্রাম।
চমৎকার। নন্দিত শুভেচ্ছা অর্ক ভাই।
লুপ্ত আবেগে চারপাশে উড়ে বেড়ানো
সমস্ত চুম্বন শুধুই যন্ত্র শব্দ করে।
* প্রিয় কবি দাদা, আপনার ভাব ও ভাষা আমাকে বরাবরই মুগ্ধ করে…
ধন্যবাদ কবি হুসাইন ভাই।
মনোমুগ্ধকর একটা কবিতা উপহার দিলেন শ্রদ্ধেয় সৌমিত্র দাদা। আপনাকে অজস্র ধন্যবাদ।
ধন্যবাদ নিতাই বাবু। খুশি হলাম।
চমৎকার।
ধন্যবাদ মরুভূমি ভাই। খুশি হলাম।
দুইবার মন্তব্য করার পরেও বার বার কেন মন্তব্য দেখা যাচ্ছে না?
আমি তো দেখতে পাচ্ছি।