সংকট

সংকট

মাঝ হেমন্তের দানা বাঁধা বিন্দু বিন্দু কালো টুপটাপ হিম হয়ে ঝরে
আর কিছু পরেই ড্রপসিন উঠলে উত্তুরে হাওয়া
মঞ্চস্থ করবে পাতা ঝরার গল্প অনর্গল।

কালকের সদ্যোজাত পিঠে নিয়ে জন্মেছে কালাসনিকভের
রুক্ষ আলপনার লোভী স্মৃতিচিহ্ন:
ঘরের ভেতরে ছায়ারাও গুডনাইট বলার আগে পাতলা
চাদর টেনে পায়ের কাছে রাখে,
পায়ের ক্ষত আড়চোখে তাকিয়ে দেখে বিপদের বিগত চলচ্ছবি।

কসাইয়ের সংখ্যা হঠাৎই বেড়ে গেছে গোলোকের পৃষ্ঠায়,
ক্রমিকভুক্ত আর ক্রমবহির্ভূত পেশাদার খুনি
হাতের আস্তিনের মধ্যে থেকে প্রকাশ্যে মেলেছে
রক্ত শুধু রক্তের এক্সিবিশন:
পটের গুটানো অর্ধখন্ডে মুখ লুকিয়েছে অনার্য আলোর অতীত।

হেমন্তের মাঝবয়সিনী ত্বকের ভাঁজ ইশারায়
ডেকে নেয় তীব্রগতির যাযাবররমন:
রাত ঘন হলে মফস্বল শহরের মাথায় উড়ে যায়
রক্তলোলুপ বাদুড়ের সন্ধানী দল
দুপাশে পাঁকের বুদ্বুদ ফাটিয়ে উঁকি দেয় মধ্যযুগীয় বর্বর।

সাংখ্যদর্শনে, সাহিত্যের অমল দাম্পত্যে, দৈনন্দিন
চলাফেরায় মোহর লাগায় তীব্র অস্তিত্ব সংকট:
ভারতবর্ষ – ফ্রান্স – সিরিয়া এখন একই দড়ির ওপরে হাঁটছে।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

11 thoughts on “সংকট

  1. দুপাশে পাঁকের বুদ্বুদ ফাটিয়ে উঁকি দেয় মধ্যযুগীয় বর্বর। এখানেই আমাদের সভ্যতা আমাদের অস্তিত্ব সংকট। সংকট ছোট হয়ে যায়। মহাসংকট। ভালো থেকো প্রিয় সৌমিত্র।

    1. ধন্যবাদ এবং শুভেচ্ছা প্রিয় ভাই তোমাকে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. শব্দচয়নে আপনার মুন্সীয়ানা আমাকে মুগ্ধ করে।

    দুবার পড়লাম এবং কবিতার স্বাদে মন ভরলাম!

  3. মনোমুগ্ধকর একটা কবিতা পরলাম। আমার প্রিয় কবি সৌমিত্র দাদাকে ধন্যবাদ ।

    1. টাইপিং মিসটেক! হবে, 'পড়লাম'। হয়েছে 'পরলাম'। শোধরে নিবেন আশা করি।

    2. টাইপো আমারও হয় নিতাই বাবু। অসুবিধা নাই। অনেক ধন্যবাদ জানবেন। :)

  4. হেমন্তের মাঝবয়সিনী ত্বকের ভাঁজ ইশারায়
    ডেকে নেয় তীব্রগতির যাযাবররমন:

     

    * প্রিয় কবি দাদা, অসাধারণ ভাব, ভাষা বিন্যাসের এক কবিতার জন্য অনেক অনেক ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।