বাসন্তিক
ধিঙ্কাধিনা রোদের মাঝে
হাসছে দেদার খুশি,
আয় বসন্ত বোস বসন্ত
তোকেই এবার পুষি।
ডাকছে কোকিল আসছে হাওয়া
ডান হাতি দোর খোলা,
বাপ্রে শীতের ঠকঠকানি
চট করে যায় ভোলা?
হাসছে আকাশ হাসছে মাটি
হাসছে কৃষ্ণচূড়া,
হাসছে পলাশ হাসছে মহুল
ছোট্ট টিলার চূড়া।
আর কটা দিন গেলেই রঙিন
রাজপথ থেকে গলি,
ভুতকে মানুষ করতে আবার
আসছে উছাস হোলি।
পরীক্ষা শেষ তবুও ফের
ক্লাসটেস্টের ধূম,
রাত্রি জেগে পড়তে গিয়ে
চোখের পাতায় ঘুম।
চিকেন সবাই ভালোইবাসে
কিন্তু চিকেন পক্স?
একুশটা দিন জবুথবু
ঘরটা হাজত বক্স।
ভালোও আছে মন্দ আছে
তবুও তাথৈ মন,
আয় বসন্ত বোস বসন্ত
তুই যে খুশির ক্লোন।
বাহ্ চমৎকার করে বসন্ত উপস্থাপন করেছেন,
অনেক ভালো লাগলো, বসন্ত শুভেচ্ছা জানবেন,
বসন্ত বা চিকেন পক্স হতে এখনো সেরে উঠতে পারিনি আমি, বসন্ত আমার শরীরের উপর এসেছে প্রিয়,,
হাহাহা কবি সুজন ভাই। আপনার তাহলে এই অবস্থা !! সেরে উঠুন।
হাসছে আকাশ হাসছে মাটি
হাসছে কৃষ্ণচূড়া,
হাসছে পলাশ হাসছে মহুল
ছোট্ট টিলার চূড়া। ____ শুধু এখনের নয়; সার্বিক সময়ের শুভেচ্ছা কবি সৌমিত্র।
অনেক ধন্যবাদ প্রিয় ভাই। ভালো থেকো।
অসাধারণ ছড়া উপহার দিলেন সৌমিত্রদা!
তাই নাকি !! অবিশ্বাস করলাম না। ধন্যবাদ কবি শরীফ ভাই।
বেশ ছন্দময় কবি দা
ধন্যবাদ কবি লিটন ভাই।
আয় বসন্ত বোস বসন্ত
তোকেই এবার পুষি ।
বাহ্। নান্দনিক উপস্থাপনে বাসন্তকে চমৎকার আহ্বান। সুন্দর প্রকাশ করেছেন কবি বন্ধু সৌমিত্র দাদা। ভাল থাকুন সবসময়।
ধন্যবাদ কবি বোন হাসনাহেনা রানু।