জানি কিছু ভালো আছে মাত্রই
আলোকবর্ষ দূরে
আমাদের কালো আছে
আমাদের আলো আছে
আমরা তো শোক রাখি
মর্গ নিথরে।
কিছু যুদ্ধ জেতা যায়
বাকি যুদ্ধ হারি
বীরগাথা লিখে রাখি
তুলোট কাগজে
কিছু রক্ত
কিছু ঘাম
সময় যন্ত্রে কিছু
নক্সাকাটা বিশ্রাম
পশ্চাদপসরণেও থাকে
অন্ত যুদ্ধ জারি।
ইউনিক কবিতা প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী। আশা করবো ভালো আছো সব মিলিয়ে।
শুভাশীষ জেনো প্রিয় ভাই। ভালো থকেো ভালোবাসায়।
কিছু যুদ্ধ জেতা যায়। কথা ঠিক কবি সৌমিত্র।
ধন্যবাদ কবিবোন শাকিলা তুবা।
অসাধারণ লাগলো প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী।
অভিনন্দন প্রিয় কবি সুমন আহমেদ।
আলোময় বাতির নীচেই দেখি একটু ছায়া কালো
কালোর পাসেই থাকে কভু লুকিয়ে জীবনের আলো।
.. শুভেচ্ছা জানবেন কবি সৌমিত্রদা।
"আমরা তো শোক রাখি
মর্গ নিথরে"…Nice Indeed
বেশ ভাবনাময় কবি দা
দারুণ প্রকাশ
অসাধারণ প্রকাশ কবি সৌমিত্র দাদা।
কিছু যুদ্ধে জেতা যায়
বাকি যুদ্ধে হারি —
এটাই জীবনের বাস্তবতা কবি দা।