আয়নায় আসল সৌমিত্র

আয়নায় আসল সৌমিত্র

একলা হুতুম বুদ্ধভুতুম
আমি সৌমিচক্র
লেখার ছলে তালেবেতালে
ভাষণ মারি বক্র।

থাকি জঙ্গলে যেন মঙ্গলে
অকর্পোরেটি মানুষ
মুখে হাতি মারি মুখে বাঘ মারি
ফেসবুকে ওড়ে ফানুস।

মেট্রোপলিস ফাইন পালিশ
এক্টুও নয় চামড়া,
হাটে মাঠে গ্রামে ল্যাজ উঁচিয়ে
ঘুরি আমি এক দামড়া।

অপাচ্য যত গতবিগত
করছি হলুদ বমি
ব্যাকরণ থেকে মেরুদূরে থাকে
সেই কবিতার মমি।

কাঁহা সাইত্য নেই দায়িত্ব
লিখে যাই হাবিজাবি
পাগলামি দেখে মজা পায় সব
আরো প্রলাপের দাবী।

বড় জয়ঢাক পেটাই বেবাক
সত্যির পিঠে ছুরি
আসলে তো আমি কবিদের ডামি
রাতদিন করি চুরি।

সাহিত্য খুঁজি কাচকলা বুঝি
আমি তো আসলে হুতুম,
লবিও নেই ভবিও নেই
সৌমি বুদ্ধভুতুম।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

8 thoughts on “আয়নায় আসল সৌমিত্র

  1. সাহিত্য খুঁজি কাচকলা বুঝি
    আমি তো আসলে হুতুম,
    লবিও নেই ভবিও নেই
    সৌমি বুদ্ধভুতুম।

    স্বগোক্তি করলে নাকি কবি সৌমিত্র চক্রবর্তী !! দারুণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Claps.gif.gif

    1. কিছুটা তো নিশ্চয়ই প্রিয় ভাই। ভালোবাসা জেনো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. আয়নায় আসল সৌমিত্রকেই চাই কবি। সুন্দর একটি পদ্য পড়লাম সকাল সকাল। :)

    1. ধরে নিন পেয়ে গেছেন কবি সুমন আহমেদ ভাই। ভালোবাসায় ভালোবাসায় https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. দারুণ রম্য পদ্য হয়েছে কবি সৌমিত্র চক্রবর্তী। :)

    1. ধন্যবাদ কবিবোন শাকিলা তুবা। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. দারুণ লাগলো। শুভেচ্ছা রইলো।     

    1. ভালোবাসা কবি অর্ক ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।