আয়নায় আসল সৌমিত্র
একলা হুতুম বুদ্ধভুতুম
আমি সৌমিচক্র
লেখার ছলে তালেবেতালে
ভাষণ মারি বক্র।
থাকি জঙ্গলে যেন মঙ্গলে
অকর্পোরেটি মানুষ
মুখে হাতি মারি মুখে বাঘ মারি
ফেসবুকে ওড়ে ফানুস।
মেট্রোপলিস ফাইন পালিশ
এক্টুও নয় চামড়া,
হাটে মাঠে গ্রামে ল্যাজ উঁচিয়ে
ঘুরি আমি এক দামড়া।
অপাচ্য যত গতবিগত
করছি হলুদ বমি
ব্যাকরণ থেকে মেরুদূরে থাকে
সেই কবিতার মমি।
কাঁহা সাইত্য নেই দায়িত্ব
লিখে যাই হাবিজাবি
পাগলামি দেখে মজা পায় সব
আরো প্রলাপের দাবী।
বড় জয়ঢাক পেটাই বেবাক
সত্যির পিঠে ছুরি
আসলে তো আমি কবিদের ডামি
রাতদিন করি চুরি।
সাহিত্য খুঁজি কাচকলা বুঝি
আমি তো আসলে হুতুম,
লবিও নেই ভবিও নেই
সৌমি বুদ্ধভুতুম।
সাহিত্য খুঁজি কাচকলা বুঝি
আমি তো আসলে হুতুম,
লবিও নেই ভবিও নেই
সৌমি বুদ্ধভুতুম।
স্বগোক্তি করলে নাকি কবি সৌমিত্র চক্রবর্তী !! দারুণ।
কিছুটা তো নিশ্চয়ই প্রিয় ভাই। ভালোবাসা জেনো।
আয়নায় আসল সৌমিত্রকেই চাই কবি। সুন্দর একটি পদ্য পড়লাম সকাল সকাল।
ধরে নিন পেয়ে গেছেন কবি সুমন আহমেদ ভাই। ভালোবাসায় ভালোবাসায়
দারুণ রম্য পদ্য হয়েছে কবি সৌমিত্র চক্রবর্তী।
ধন্যবাদ কবিবোন শাকিলা তুবা। ভালোবাসা।
দারুণ লাগলো। শুভেচ্ছা রইলো।
ভালোবাসা কবি অর্ক ভাই। ভালোবাসা।