কবিতা লিখব বললেই
কি কবিতা লেখা যায়?
কবিতারা তিরতির কাঁচা বাঁশে
স্বচছ ডানায় ভর দিয়ে ভাসে,
আয়াসে স্বর্ণলঙ্কা জয়
অন্ততঃ কবিতার জন্য নয়।
চল যাই বললেই
কি যাযাবর হয়?
পায়ের সরষে বৃত্তি ঘুরঘুর
করে সাদা মনমধুমাসে,
ঘন চুলের সুকান্তি বনপথে
প্রাচীন গিরিখাতের উত্তাল ক্ষয়।
ভালোবাসি বললেই
কি ভালোবাসা যায়?
ভালোবাসা থাকে টইটম্বুর
বিশ্বাসের শান্তিপুর ডুবুডুবু রসে,
শুধুই হৃদচিহ্ন এঁকে যাওয়া
একান্ত মানবিক বাসে অন্ত্যলয় ।
চল যাই বললেই কি যাযাবর হয়?
পায়ের সরষে বৃত্তি ঘুরঘুর করে সাদা মনমধুমাসে,
ঘন চুলের সুকান্তি বনপথে প্রাচীন গিরিখাতের উত্তাল ক্ষয়।
ভালোবাসা প্রিয় ভাই প্রিয় জন।
চল যাই বললেই কি যাযাবর হয়? না তা তো হয় না কবি। পথে নামলে পথিক হতে পারেন, কিন্তু যাযাবর নন। সংসার বিমুখ হতে পারেন, সংসার হারা হতে পারেন না।
ঠিক বলেছেন কবি সুমন ভাই।
বারবার করে পড়ার মতো কবিতা। অভিনন্দন কবি সৌমিত্র চক্রবর্তী দা। শুভেচ্ছা।
ভালোবাসা কবি বোন সাজিয়া আফরিন।
ভীষণ সুন্দর কবি দা।
ধন্যবাদ কবি বোন শাকিলা তুবা।
* অসাধারণ কবিতা পাঠে মুগ্ধ হলাম প্রিয় কবি দা….
ভালোবাসা কবি মুহাম্মদ দিলওয়ার হুসাইন ভাই।
আমি অনেকবার যাযাবর হতে চেয়েছিলা,, দাদা। কিন্তু পারিনি সংসারের মায়ায়। মাঝপথ থেকে আবার ফিরে এসেছি পরিবার পরিজনের মায়া কান্নায়।
যেমন আছেন ভালো থাকুন কবি নিতাই বাবু।
সুন্দর কবিতা পড়ে আনন্দিত কবি শুভকামনা
ভালোবাসা কবি বোন ছন্দ হিন্দোল।
অসাধারণ কবিতা । অভিনন্দন কবি সৌমিত্র চক্রবর্তী দা ।


ভালোবাসা কবি ইসিয়াক ভাই। স্বাগতম।