কারো শুধু পা থাকে
জলেও পা স্থলেও পা
জলেডাঙায় পা রেখেই
দৈনন্দিন ব্যালান্স রাখে।
কারো কেবল হাত সম্বল
জৈবনিক বা পারলৌকিক
কাজ উদ্ধার করতে হলে
পাতা হাতেই খুড়োর কল।
পেট কারো শরীর জুড়ে
ধাতু-নোট-মাটি-সিমেন্ট
যা আসে কাছে ব্ল্যাকহোলের
বাস্তুমননে বেড়ায় উড়ে।
চোখও আছে কানও আছে
আর কিছু নেই শারীর প্রথায়
সবই দেখে স্পিকটি নট
কেউ শুধু এমন বাঁচে।
মুখ সর্বস্ব জনেরা নাকি
ক্রিম অব দ্য সোস্যাইটি
সত্যমিথ্যা সবই সমান
তাঁরাই গড অলমাইটি।
মুস্কিল শুধু মাথা যাদের
কাঁধের ওপর দাঁড়িয়ে আছে
সিস্টেমকে ভোকাট্টা
স্বপ্ন দেখে তারাই চাঁদের।
মুখ সর্বস্ব জনেরা নাকি ক্রিম অব দ্য সোস্যাইটি
সত্যমিথ্যা সবই সমান তাঁরাই গড অলমাইটি।
ঠিক তাই। শুভ সকাল কবি সৌমিত্র চক্রবর্তী।
ভালোবাসা প্রিয় ভাই। সারাদিন ভালো থেকো।
আমার পা দুটোই সম্বল দাদা। ব্যালেন্সও এখানেই।
শক্ত হয়ে থাকুন। বেঁচে থাকার সাহস পাবেন নিতাই বাবু।
আপনার কবিতা ধারা পড়লে কবিতা শেখার ভীষণ ইচ্ছা হয় সৌমিত্র দা।
ভালোবাসা কবি সুমন আহমেদ ভাই।
* আপনার কবিতার আর্টই স্বতস্ত্র….


ভালোবাসা কবি দিলওয়ার হুসাইন ভাই।
দুই একটি কবিতা ভীষণ কঠিন মনে হয় কবি দাদা। যেমন এটা।
এই রে বিপদ!!
কথা দিচ্ছি পরে থেকে সাবধান হবো বোন। 
বাহ্ কবি সৌমিত্র চক্রবর্তী।
ভালোবাসা কবি বোন শাকিলা তুবা।
অসামান্য কবিতা দারুণ হয়েছে কবিদা
শুভেচ্ছা কবি বোন ছন্দ হিন্দোল।