ডিম ফুটে পড়ে পাশে
পাশে পড়ে,
কাকরাজা কাকরানী
থইথই আহ্লাদে-
আহ্লাদে আহা আহা
আহা আহা কাহা কাহা
কোলে নিয়ে ছানা পোনা
ছানা পোনা সোনা মোনা
আহ্লাদে থইথই
গর্বিত মামমাম ড্যাড।
ছানা যেই ডাকে কুহু
কাকরানী জুল জুল,
জুল জুল ভুল ভুল
কাকরানী নির্বাক
হতবাক কাকরাজা
ফিরে ফিরে ঘুরে ঘুরে
কাকরাজা কাকরানী
খুঁজে ফেরে আতি পাতি
পাতি পাতি তল্লাশ
স্মৃতি কোঠাঘরে ভালোবাসা।
নিজেরাই ভুখা থেকে
হেঁকে ডেকে থেকে থেকে
মমতায় বড় করে ছানা,
ছানা হলে বড় সড়
পাতাদের খাঁজে খাঁজে
খাঁজে খাঁজে ভাঁজে ভাঁজে
যেই দেখে কোকিলের বাসা-
ছানাটাও কুহু কুহু
কুহু কুহু উহু উহু
কুহু ডাকে কোকিলাও শেষে।
বুরবাক কাকরানী
বুরবাক কাকরাজা
কাকরানী ঘরবার
কাকরাজা বাকরাজা থমভাঁড়
বারবার প্রতিবার
বুঝেও বোঝেনা কেন
ছানা ছানা কোকিলেরা
কোকিলেরা নামী নামী
নামী নামী দামী দামী
রয়ে যায় কাকেদের বেশে।
কবিতায় সত্যতা আছে কবি সৌমিত্র দা।
পঠনের শুভেচ্ছা সহ ভালোবাসা কবি বোন শাকিলা তুবা।
দারুণ ছন্দ পদ্য। শব্দনীড়ে আপনাকে ভীষণ সাবলীল মনে হয় আমার কাছে।
অনেক ধন্যবাদ কবি বোন সাজিয়া আফরিন।
হতবাক কাকরাজা ফিরে ফিরে ঘুরে ঘুরে
কাকরাজা কাকরানী খুঁজে ফেরে আতি পাতি
পাতি পাতি তল্লাশ স্মৃতি কোঠাঘরে ভালোবাসা। চমৎকার সৌমিত্র দা।
ভালো সাজিয়েছেন তো কবি সুমন ভাই। অভিনন্দন।
ইমেজ এর বিনিময়ে ইমেজ দিলাম সাঈদ ভাই।
হাহাহা। দারুণ ইন্টারেস্টিং কবি সৌমিত্র চক্রবর্তী।
ভালো বলেছো প্রিয় ভাই। ভালোবাসা।
* বাস্তবতার আবহে সুন্দর কবিতা….


প্রিয় কবি দা, শুভ কামনা সবসময়।
খুশি হলাম। ভালোবাসা কবি মুহাম্মদ দিলওয়ার হুসাইন ভাই।
অনেক অনেক ভালো লাগলো শ্রদ্ধেয় কবি।
শুভেচ্ছা জানবেন।
ভালোবাসা কবি পথিক সুজন ভাই।
বুঝবো কেমন করে দাদা? এখনো কোকিলের মতো এতো চালাক হতে পারিনি যে! আমি কাক বোকাই রয়ে গেলাম। তাই নিজের মনে করে পরের ধন লালিত পালিত করি।
তাইতো আপনাকে অনেক ভালোবাসি কবি নিতাই বাবু।
ছন্দময় উচ্চরণে সতত সত্য কাব্য সৃষ্টির রহস্য
ভালো লাগলো কবি দা শুভকামনা
ভালোবাসা কবি বোন ছন্দ হিন্দোল।