তোমরা যখন আড্ডা পোড়াও
আমরা দেখি কাচ চিবিয়ে,
আমরা যখন উপোসী রাত
তোমরা তখন ভ্যালেন্টাইন।
একশো শবের শ্মশানমাটি
দুর্গন্ধ এপার আমার,
ইতালিয়ান ডিও তখন
ড্রেনে ভাসে তোমার পাড়ে।
তোমরা যখন খবর গরম
তোমরা যখন পেজ থ্রি,
আমরা তখন উলঙ্গলাশ
জঙ্গলরাত শহর গ্রামে।
আমরা যখন ইঁদুরমাংস
আমরা যখন কন্দমূল,
তোমরা তখন সুসজ্জিত
স্বাস্থ্য নিয়ে রক্তপান।
এই পৃথিবী ন্যাংটা কালো
ওই পৃথিবী ফর্সা,
তবুও আমার লাশের ওপর
ভরসা তোমার তন্ত্রসাধণ।
এপার পৃথিবী ওপার পৃথিবীর বিভেদ এখানেই। আমি বলি ব্যালেন্সিং। শুভেচ্ছা প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী। শুভ থাক বসন্তের দিন।
প্রিয় কবি শ্রদ্ধেয় সৌমিত্র দাদাকে ফাল্গুনী শুভেচ্ছা।