এখানেই একটু ছায়া আছে
আয়, এখানেই দাঁড়াই!
এপাশে সাতটা মোষ
সাত কালো টিলা
মুঠি মুঠি সবুজে লাঞ্চ সারছে,
একধারে নিঃসঙ্গ রিকশা
মালিকানা বিহীন ঝিমোয়।
এদিকে একদিস্তে গাছ ওদিকে ডজন
মধ্যিখানে রোদ্দুর মেখে
হেসে লুটোপুটি খেয়ে ছুটেছে
কৃষ্ণকলি অ্যাসফল্টের রাস্তা।
আসানসোলে এখনই হুহুম
চিৎকারে বইছে লু,
হাত মুখ বাঁধা টুকটাক
বাইক পদব্রজী এখন
ধোপদুরস্ত আরব বেদুইন।
দুর্গাপুরে এখনো হাওয়া
উত্তপ্ত শৃঙ্গাররসে মত্ত হয়ে
মদনহলকায় পুড়াতে শুরু করেনি,
হবে হয়তো দুদিন পরে।
হবে হয়তো…
তোর আমার নৈমিত্তিক ঝগড়া
আর ঝগড়া পরবর্তী হুহুম্না
আদরে পরস্পরকে খেয়ে
ফেলার দরবারী ঘোষণার ফাঁকে
কোনো এক পারমানবিক দুপুরে
হবে হয়তো…
আর হয়তোই বা কেন?
আসবেই, রাঢ় ধূলোর ঘূর্ণিঝড়
লোফালুফি করতে করতে
পশ্চিমা ভয়ংকরী লু।
আসুক, আমরা তো এখন
দুদন্ড দুর্গাপুরী আদরী ছায়াতেই
বসি এই টুংটাং একাকী দুপুরে।
পড়ে অভিভূত হলাম
অফুরান ধন্যবাদ ও প্রিয়তে বন্ধু ফয়জুল মহী।
“পশ্চিমা ভয়ংকরী লু।
আসুক, আমরা তো এখন দুদণ্ড দুর্গাপুরী আদরী ছায়াতেই
বসি এই টুংটাং একাকী দুপুরে।” চমৎকার সীন ক্রিয়েশন। গুড জব সৌমিত্র চক্রবর্তী।
এভাবেই চির বন্ধুত্বের আশ্রয়ে রেখে ভালোবাসা নিয়ে যান প্রিয় মুরুব্বী ভাইজান।
মুগ্ধতা নিয়ে পড়লাম।।
অনেক ভালোলাগা রইলো
অনন্ত ভালোলাগা ও ধন্যবাদ প্রিয় বন্ধু পথিক সুজন।