আসা যাওয়া

এইতো আসছি, বল্লেই
সরকার তার সেরা গাড়ী হাজির করে দোরগোড়ায়,
এই তো, রেডি স্টেডি…মুখ থেকে
খসাতে না খসাতেই এক্সপ্রেসওয়ে
তুড়ুক লাফে সেজেগুজে গতজন্মের
পিনভাঙা গ্রামোফোন হয়ে একটানা
বলে যায় গো…গো…গো…
আমিও যাই, আগে পেছনে দৌড়ায়
আমার এসকর্ট অ্যাসফল্টের সাদা বর্ডার।
নেচেগেয়ে হেসেকুদে জার্নির একানব্বই শতাংশ
জমজমাট বাঁধিয়ে দিতে দিতেই এগোয়
দুপাশের মরশুমি চাষ গোবাথান অশোকের
আমলের সম্রাটবৃক্ষ সতেজ সটান
আর কিছু অক্রবক্র পিনফোটা মানুষ।
এলাম বললেই একাডেমি সেজে ওঠে
রঙিন বেলুন আর লালকার্পেটে,
হিহি হেসে দ্বিতীয় হুগলী সেতু
দুলতেই থাকে… দুলতেই থাকে…
বাস ট্রাম ট্যাক্সির লেজমাথাশূন্য স্রোত
থেমে গিয়ে বিউগল বাজায়,
লেফট রাইট মার্চ করে পেল্লাই গেট খুলে
গার্ড অব অনার দেয় ফোর্ট উইলিয়াম।
পেছনে ঝগরুটে বসের মত
টিকটিক লেগে থাকা ঘড়িও অবাক গ্রাম্য চোখে
দেখে মাখে মাঝ সমুদ্রের কবিতা।
তারপর, যেই বলি, চলি টা টা…, চলি এবারের মত –
অমনি ট্রেন বন্ধ, বাস বন্ধ, ট্যাক্সি অটো সব ভ্যানিশ,
রাত্রি তখন এপার ওপার।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

4 thoughts on “আসা যাওয়া

  1. "চলি এবারের মত –
    অমনি ট্রেন বন্ধ, বাস বন্ধ, ট্যাক্সি অটো সব ভ্যানিশ, রাত্রি তখন এপার ওপার।"

    আপনার লিখায় যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে গতি এবং প্রকৃতি। সাথে ভেরিয়েশন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আমার প্রিয় কবি শ্রদ্ধেয় সৌমিত্র দাদার কবিতা বলে কথা। এক কথায় অসাধারণ। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।