জানি কিছু ভালো আছে মাত্রই
আলোকবর্ষ দূরে
আমাদের কালো আছে
আমাদের আলো আছে
আমরা তো শোক রাখি
মর্গ নিথরে।
কিছু যুদ্ধ জেতা যায়
বাকি যুদ্ধ হারি
বীরগাথা লিখে রাখি
তুলোট কাগজে
কিছু রক্ত
কিছু ঘাম
সময় যন্ত্রে কিছু
নক্সা বিশ্রাম
পশ্চাদপসরণেও থাকে
অন্ত যুদ্ধ জারি।
4 thoughts on “যুদ্ধ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
জীবন প্রতিফলন। ভালো থাকুন ভালো রাখুন কবি সৌমিত্র চক্রবর্তী। শুভ সকাল।
চমৎকার ভাবনা নতুনত্ব পেলাম কবি দা
মননশীল সৃজনশীল লেখা ।
এক কথায় অসাধারণ একটা বাস্তব কবিতা। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি দাদা।