শালিক হতে চাই নি
শালিক বা চড়ুই
কিম্বা নিতান্ত দুটো কালো হাত
শেষ অগ্রহায়নের প্রসবিত
আঁতুড়ভূমিতে পড়ে থাকা
ছড়ানো ছিটানো সোনার কণিকা
তুলে নিতে নিতে
আগামীর খালি পেট উঁকি দিয়ে যায়।
আসলে কয়েক লাইন শব্দগুচ্ছ
কিছু নিরক্ত বাক্যবন্ধ
বহু মিলনের উচ্ছিষ্ট শরীর দিয়ে
কুরুক্ষেত্র যুদ্ধের ব্যপ্তি বোঝানো অসম্ভব;
কত অক্ষৌহিনী পান্ডব সেনায়
ঘিরেছে ইন্দ্রপ্রস্থ, কত শাকুনিক বুদ্ধির
মোকাবিলায় প্রথম ঠান্ডার হিম
মেখে ধর্মসেনারা পড়ে আছে
পানিপথের চতুর্থ যুদ্ধের প্রান্তরে
সে হিসেব কষার
উপোসের দিন রাতের কষাঘাতে
রক্তশূন্য শালিকের ঠোঁটে
ঠোঁট রেখে বলে ওঠা – ভালোবাসি
বাজরা বা রাগির রুটি
এক চিলতে লেবুর আচার
সন্তানের বিয়েশাদী, দাদন ইত্যাদির
নাছোড় বিবর্ণ গল্পগুলো
কয়েক লাইন ঝুটা প্রতিবাদী মুখোশ বিলাপে
শান্ত হয় না কিছুতেই;
বার্লিন অবরোধের ধূসর ছায়াছবি
জ্যান্ত ভূখযুদ্ধের কাছে তুচ্ছ হয়ে গেল।
দারুণ প্রকাশ শুভকামনা রইলো
চমৎকার লেখা শুভ কামনা রইলো
অসাধারণ প্রিয় কবি প্রিয় সৌমিত্র চক্রবর্তী। অল দ্য বেস্ট।
ভালো লাগার এক কবিতা। প্রিয় কবি দাদা'র জন্য শুভকামনা।
চমৎকার কবি দা