জানি কিছু ভালো আছে মাত্রই
আলোকবর্ষ দূরে
আমাদের কালো আছে
আমাদের আলো আছে
আমরা তো শোক রাখি
মর্গ নিথরে।
কিছু যুদ্ধ জেতা যায়
বাকি যুদ্ধ হারি
বীরগাথা লিখে রাখি
তুলোট কাগজে
কিছু রক্ত
কিছু ঘাম
সময় যন্ত্রে কিছু
নক্সাকাটা বিশ্রাম
পশ্চাদপসরণেও থাকে
অন্ত যুদ্ধ জারি।
4 thoughts on “যুদ্ধ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অসাধারণ লিখেছেন প্রিয় কবি
শুভকামনা রইল
সময় যন্ত্রে কিছু নক্সাকাটা বিশ্রাম
পশ্চাদপসরণেও থাকে অন্ত যুদ্ধ জারি। ____ নিরন্তর শুভকামনা প্রিয় কবি।
চমৎকার কবি দা
অতুলনী, অসাধারণ প্রকাশ।