সেই বাড়িটা যখন ভেঙে পড়ল
দুশো কিলোমিটার ব্যবধানে
দুজনেই জেগে ছিল।
শুধু একজনের চোখে হাসি
লেপটে ছিল
আরেকজনের তুষারপাত।
6 thoughts on “দহন”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সেই বাড়িটা যখন ভেঙে পড়ল
দুশো কিলোমিটার ব্যবধানে
দুজনেই জেগে ছিল।
শুধু একজনের চোখে হাসি
লেপটে ছিল
আরেকজনের তুষারপাত।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
স্বল্প কয়েকটি কথায় অসাধারণ চিত্রনাট্য। অভিনন্দন কবি সৌমিত্র চক্রবর্তী।
অনেক ধন্যবাদ প্রিয় ভাই।
সুন্দর অনুভব
ধন্যবাদ কবি।
খুবই চমৎকার লিখেছেন
শুভেচ্ছা কবি মহী ভাই।