সেকেন্ডের কাঁটার ওপরে দৌড়াই
একটু হাসি কেনার অলীক কাঙ্খায়,
বৃত্ত সম্পূর্ণ হয়না বাড়ন্ত অধ্যবসায়ে,
হিসেবের মলাট হারানো খেরোখাতা
মিছরির ছুরিতে শান দিয়ে হাসে!
ঈশ্বর বেড়াতে গেছে প্রমোদপার্টি তে।
3 thoughts on “দহন ৫”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সেকেন্ডের কাঁটার ওপরে দৌড়াই
একটু হাসি কেনার অলীক কাঙ্খায়,
বৃত্ত সম্পূর্ণ হয়না বাড়ন্ত অধ্যবসায়ে,
হিসেবের মলাট হারানো খেরোখাতা
মিছরির ছুরিতে শান দিয়ে হাসে!
ঈশ্বর বেড়াতে গেছে প্রমোদপার্টি তে।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
চমৎকার ভাবনা
অসামান্য রচনাশৈলী। পাঠে মুগ্ধ হলাম I
বৃত্ত সম্পূর্ণ হয়না বাড়ন্ত অধ্যবসায়ে, হিসেবের মলাট হারানো খেরোখাতা।