ইন্দ্রপতন

PARIS, FRANCE - september 11. Colombian writer Gabriel Garcia Marquez during Portrait Session held on september 11, 1990. Photo by Ulf Andersen / Getty Images

আজকের দিনে চলে গেছিলেন তিনি।
সেই লেখকের লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কুইজ স্মরণে লেখা।

ইন্দ্রপতন
দুধসাদা দুপুরের আগুনচোখ ইঞ্চি ইঞ্চি
সারাগায়ে প্রতিহত করতে করতে অক্সিজেন
কমে আসে মাথায় কোষে শিরায় উপশিরায়,
দুচোখ জুড়ে ঝাঁপিয়ে পড়ে অকাল ঘুম।

যৌবনের নিয়ম তছনছ করা সন্ধে রাত্রি সকাল
খাপছাড়া উদ্দাম তর্কাধীন বিষয় ছানবিন,
কনেদেখা আলোয় ক্রমশঃ দূর থেকে দূরে যাওয়া
একবারও ছুঁতে না পাওয়া রজনীগন্ধা মুখ,
ভরা ছিলো, আছে, থাকবেও স্মৃতিসুধায়।

ডিপ্রেশনের অখণ্ড অবসরে খড়কুটো ধরতে গিয়ে
কখনো হাতে ঠেকে যায় বৃহৎ বাওবাব,
অনেকটা বেনোজল গিলে ফেলা
অবুঝ পাকস্থলী শান্ত হয় স্থিতধী বাসায়,
অনেকটা উজান বেয়ে বোধ পরিণত হয়।

ভালোবাসি ভালোবাসি বলার মূর্খ উচ্চস্বর
ধীরলয়ে এগোয় অন্তরার নিখুঁত টানে,
মার্কুইজের সত্ব জারে ডোবানো সত্বা
একটু করে বোঝে ভালোবাসা মানে।

কিজানি কখনো কি ভালোবাসতে
পেরেছি কাউকেই! কোনোদিন!

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

2 thoughts on “ইন্দ্রপতন

  1. লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কুইজ এর প্রতি বিনম্র শ্রদ্ধা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।