আজকের দিনে চলে গেছিলেন তিনি।
সেই লেখকের লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কুইজ স্মরণে লেখা।
ইন্দ্রপতন
দুধসাদা দুপুরের আগুনচোখ ইঞ্চি ইঞ্চি
সারাগায়ে প্রতিহত করতে করতে অক্সিজেন
কমে আসে মাথায় কোষে শিরায় উপশিরায়,
দুচোখ জুড়ে ঝাঁপিয়ে পড়ে অকাল ঘুম।
যৌবনের নিয়ম তছনছ করা সন্ধে রাত্রি সকাল
খাপছাড়া উদ্দাম তর্কাধীন বিষয় ছানবিন,
কনেদেখা আলোয় ক্রমশঃ দূর থেকে দূরে যাওয়া
একবারও ছুঁতে না পাওয়া রজনীগন্ধা মুখ,
ভরা ছিলো, আছে, থাকবেও স্মৃতিসুধায়।
ডিপ্রেশনের অখণ্ড অবসরে খড়কুটো ধরতে গিয়ে
কখনো হাতে ঠেকে যায় বৃহৎ বাওবাব,
অনেকটা বেনোজল গিলে ফেলা
অবুঝ পাকস্থলী শান্ত হয় স্থিতধী বাসায়,
অনেকটা উজান বেয়ে বোধ পরিণত হয়।
ভালোবাসি ভালোবাসি বলার মূর্খ উচ্চস্বর
ধীরলয়ে এগোয় অন্তরার নিখুঁত টানে,
মার্কুইজের সত্ব জারে ডোবানো সত্বা
একটু করে বোঝে ভালোবাসা মানে।
কিজানি কখনো কি ভালোবাসতে
পেরেছি কাউকেই! কোনোদিন!
লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কুইজ এর প্রতি বিনম্র শ্রদ্ধা।
অনেক বড়ো লেখক উনি