তবু দুঃখ বদলে যায় শোকে
দশমিকের ভগ্নাংশে জ্বলে নরম পালক
***
দহন ১২
জানা আছে মনখারাপী বয়ঃসীমা?
কতখানি কাটলে তবে রক্ত ঝরায়ে উদাসী দিন?
গ্রীনউইচের লম্বা কাঁটা
খোঁচায় কেবল বিষাক্ত ক্ষণ,
কত মৃত্যু দেখলে খুশী
দ্বিচারিণী স্বপ্নকন্যা!
***
তবু দুঃখ বদলে যায় শোকে
দশমিকের ভগ্নাংশে জ্বলে নরম পালক
***
দহন ১২
জানা আছে মনখারাপী বয়ঃসীমা?
কতখানি কাটলে তবে রক্ত ঝরায়ে উদাসী দিন?
গ্রীনউইচের লম্বা কাঁটা
খোঁচায় কেবল বিষাক্ত ক্ষণ,
কত মৃত্যু দেখলে খুশী
দ্বিচারিণী স্বপ্নকন্যা!
***
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ভালো লাগলো দাদা।
শুভকামনা সারাক্ষণ।
যাপিত জীবনের একক অনুভব আর অনুভূতির সম্মিলন। শুভেচ্ছা কবি।