আয়নার সামনে দাঁড়ালে কাগুজে বাঘের চশমা দেখা যায়
নোনা ধরা ছাদের শতচ্ছিন্ন আঁচল
পরিপাটি কিছু কথা
সুচিত্রা স্টাইলের সুললিত রবীন্দ্রসঙ্গীত আর
বিশ ত্রিশ কোটির বাগানে
হাতের চার আঙুলে আলতো
অযোধ্যা পাহাড়ের মহুয়ার সাজানো গল্প
খাঁটি স্কচ, না ছোঁয়া ভাইটাল স্ট্যাটিসটিক্স
রাত বাড়লে আয়না বমি করে কাগজের
হাতি, শেয়াল, ধূর্ত হায়না আর চশমা
পড়া কাগুজে বাঘের এডিটোরিয়াল
দেখতে দেখতে ভেনিসের জলে মেশে
হাওয়াই দ্বীপের আগ্নেয় ছাই
পৃথিবীর শেষ অস্ত্রব্যবসায়ী
এইমাত্র সই হওয়া ডিলের বদলে উপহার দেয়
তরতাজা ময়শ্চারাইজড শরীর
চশমা মাটিতে পড়ে দু টুকরো হলে
নেশা জমে ওজন স্তরেও …
আয়নার সামনে দাঁড়ালে কাগুজে বাঘের চশমা দেখা যায়
নোনা ধরা ছাদের শতচ্ছিন্ন আঁচল
পরিপাটি কিছু কথা …