দেওয়াল

সব রোদ সাঁতরিয়ে
আরও নতুন রোদের পটভূমি তৈরী হবে বলে
প্রস্তুত রেখেছি ধর্মগ্রন্থ সব
যারা বলেছিল সব কথা বলা হয়ে গেছে
যারা জেনে গেছে শেষ সত্যের স্বাদ
যারা ভেবে গিয়ে ছিল
আর কিছু নাই দেখে নেওয়ার
তাদের মতো নয় আমার দেওয়াল

সব রোদের ভিতরে
আরও নতুন রোদের আলো ফুটে উঠবে বলে
আজ আর কোন বাণী নয়
সব অক্ষরের পিরামিড ভেঙ্গে
সব শব্দের শিকল কেটে
সব প্রচারের মুখে তুড়ি মেরে
প্রথম দিনের মানুষের মতো
আজ পরিষ্কার আমার দেওয়াল

সব রোদের শেষে
আরও নতুন রোদের কাছে ঋণী হব বলে
নতজানু আমার হৃদয়
এখানে কোন কিছুই্ব স্বতঃসিদ্ধ নয়
এখানে প্রশ্নবিদ্ধ সকল সময়
এখানে যুক্তি তর্ক বোধ খেলা করুক
সকাল বিকাল মহা সাগরের ঢেউয়ের মতো
সজীব থাকুক আমার দেওয়াল

——শ্রীশুভ্র

2 thoughts on “দেওয়াল

  1. 'সকাল বিকাল মহা সাগরের ঢেউয়ের মতো
    সজীব থাকুক আমার দেওয়াল।' … এবং আমাদের দেয়াল। সুন্দর লিখন দাদা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।