হৃত্বিকময় দিগন্ত
সেদিনকার বেণীগাঁথা চুলে আঁধারের রোপণ কেটে
কদমের ফুলে শ্রাবণের জল আমনের চারা ধানে
নারিশ গেরুয়া শালিক আর আকাশের ঠোঁটবাঁকা মুখ
অরণ্যের দু’হাত বাড়ানো বাতাসের মাতৃমঙ্গল পাড়াগাঁয়-
বেড়ালচখু,ব্রক্ষ্মপুত্র নয়নে এক অবেলা নারী,নদীর কল্লোল ধ্বনি,
শিরিষ কুয়াশার ফোঁটাফোঁটা একগ্লাস জল
গাছের ছায়ায় হলুদ বিকেল জড়িয়ে
সুরতশ্রী ডাকছে
যৌবন ভরা সবুজের আইলজোড়া মাঠ,
অবমুক্ত খালাসের হৃত্বিকময় দিগন্ত;
সে রূপ আনন্দে বনানীরা ক্লাপ শোনায়…
এবং … স্বাগতম কবি মি. টিপু সুলতান। লিখা এবং শিরোনাম চমৎকার।
অবিরত শুভেচ্ছা। অবিরত শ্রদ্ধা
দারুণ হয়েছে কবি ভাইয়া। শব্দনীড় পরিবারে স্বাগতম রইলো।
ধন্যবাদ এবং শুভেচ্ছা দাদা
দারুণ কবিতা। স্বাগতম কবি ভাই।
ধন্যবাদ কবিদি
অনুপম লেখা,,
ভালো লাগলো বেশ,
শুভেচ্ছা এবং ভালবাসা
নয়নাভিরাম ছবির সাথে কবিতা। অসাধারণ। সুস্বাগতম দাদা ভাই।
ধন্যবাদ প্রিয় দিভাই
অসংখ্য ধন্যবাদ প্রিয় দিভাই
খুব ভালো লেগেছে !
শুভেচ্ছা এবং প্রীতি
ধন্যবাদ কবি
যৌবন ভরা সবুজের আইলজোড়া মাঠ,
অবমুক্ত খালাসের হৃত্বিকময় দিগন্ত;
সে রূপ আনন্দে বনানীরা ক্লাপ শোনায়…
* অভিনন্দন…
অজস্র প্রীতিময় শুভেচ্ছা এবং ভালবাসা