সুখ বিলাসী এক মন

আমি এক সুখ বিলাসী মানুষ, শয়নে,
স্বপনে সুখকে ধরতে চেয়েছি অবিরাম,
সেই সুখের সাথে আমার আজ আড়ি,
আমার সুখ গুলো ধীরে ধীরে দুঃখ হয়ে যায়,
সুখের বাগানে চাষ করা সব লাল গোলাপ
দুঃখের ভারে নুয়ে যায় প্রতিটা ক্ষনে,
তোমার প্রতিটা প্রত্যাখ্যানে।

যেটুকু পাই, যতটুকু তুমি দাও এই আমাকে,
সেখানেই এসে দুঃখ বাসা বাধে,
আরো না পাওয়ার বেদনায়,
আরো ভীষনভাবে তোমাকে পাওয়ার
এক অন্তহীন স্বপ্নের আঁধারে।

প্রতিদিন এক সকাল আসে,
প্রতিদিন এক অসীম প্রতীক্ষায় শুরু হয়,
প্রতিদিন তোমাকে পাওয়ার এক তীব্রতা
আমাকে উজ্জীবিত করে তুলে সারাদিন, সারা সময়,
তুমি হঠাত হাওয়ার মতো এসে ভিজিয়ে দিয়ে যাও,
আমি স্নান করি সেই মাতাল হাওয়ায়,
আমি ডুবে যাই সেই ক্ষনকালের মদিরতায়,
এরপরেই নেমে আসে বরাবরের দুঃখবোধ,
তোমার চলে যাওয়া ক্ষন আবার বিষন্নতায় ডুবিয়ে,
প্রতিটা প্রাপ্তিই ধীরে ধীরে চলে যায়
দুঃখের সাজানো গোছানো এক অবিরাম দুঃস্বপ্নে।

5 thoughts on “সুখ বিলাসী এক মন

  1. তারপরও জীবন আমাদের এভাবে দুঃখ সুখে গড়া; চলতে হবে এর মধ্য দিয়ে। শুভেচ্ছা সহ প্রণাম কবি দা।

  2. বাস্তব জীবনের উপর লিখা সাধারণত তুলনার বিচারে পাঠকের মনেও বর্তায়। পাঠক খুঁজে ফেরেন নিজের সমিল। আপনার লিখাটি পড়ে আমিও হাতরে ফিরলাম আমার জীবন। :)

  3. সুখ বিলাসী'র কাব্যালাপ অসাধারণ হয়েছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  4. আমি ব্যক্তিগত জীবন আচার এতো ব্যস্ত থাকি যে, আপনাদের সুন্দর আর আন্তরিক মন্তব্য গুলোর জবাব দিতে পারি না। আমি খুব লজ্জিত, খুব দুঃখিত। আমার এই অপারগতা কে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন

মন্তব্য প্রধান বন্ধ আছে।