ধবধবে কাগজ

ধবধবে কাগজ

দৈনিক দিনটুকু, আলোটুকুন ক্রমশ কোথায় যায়?
কোন সন্ধ্যের থেকে গহীন রাত্রির ঝোপ পেরিয়ে
ঘাস এবং চলিত পৃথিবীর নির্বিশেষে লাল সূর্য,
হলুদ আভার চৌকো বিকেল নিমপ্রশ্ন ফেলে মুখ ফেরায়
বর্ষপুঞ্জ থেকে জীবপুঞ্জে; তারপর কিন্তু, পুনরায়!
এভাবে অভ্র অক্ষরে আঙ্গুলের ধাঁচ কেনাকাটা করে
সেনাহূত কাঁটাছেঁড়া স্কেলের দাগ-টানাপথের বাতিচিহ্ন
ভরাট চওড়া ধবধবে কাগজের উপর
লিখে ফেলে ইতিহাস এবং অবিস্মরণীয়…
আর আমরা কেবলি চেয়ে দেখি’ হালখাল।

টিপু সুলতান সম্পর্কে

টিপু সুলতান লেখক নামঃ আদি সানম ১২ অক্টোবর ১৯৮৬ কেশবপুর, যশোর। বাংলাদেশ। জীবন বৃত্তান্ত; লিকলিকে স্বচ্ছ ক্যানভাস নদীর শরীরে উপচে পড়া প্রেমালিকার ঢেউ, স্রোতস্বিনী কল্লোলঃ প্রথম বার্তা,সবুজ আফ্রোদি উদ্দ্যানে গানের বাঁশিতে সংগীত শোনায়- লেবুগাছ ঘ্রাণ-আলাজ শরবত আমার পূর্ণানন্দ, নক্ষত্র-পৃথিবীপৃষ্ঠ হৃদয়বীণা রোদে পোড়া সখিনার রক্ত,শাদা দুধের মা; কালোত্তীর্ণ সন্তান আমি তাঁর শেষ অনন্দটুকুর ছায়ানট- মানুষ হয়ে ওঠা প্রবাদ ও সংলাপ। ★ প্রথম কাব্যগ্রন্থঃ গৃহ কারাগার।২০১৭ ইং। নৃ প্রকাশন,ঢাকা। প্রচ্ছদঃ কাব্য কারিম। ★ যৌথ কাব্যগ্রন্থ থেকে জাতীয় ম্যাগাজিন,লিটল ম্যাগ, পোর্টাল, জাতীয় পত্রিকাসহ বিভিন্ন ব্লগে টুকিটাক লেখালেখি। প্রিয় বাক্যঃ আমি ভালো আছি, তুমি...

14 thoughts on “ধবধবে কাগজ

  1. আরেকটি দূর্দান্ত কবিতা উপহার দিয়েছেন টিপু সুলতান দা। শুভেচ্ছা নিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. বেশ কিছু কঠিন শব্দ বোধনের ভেতর দিয়ে আপনার লেখা এগোয় আমি লক্ষ্য করেছি। অবজারভেশন ভুল হতে পারে তবে পাঠ প্রতিক্রিয়া এমনটাই আমার। শুভেচ্ছা ভাই। :)

  3.  শুভেচ্ছা প্রিয় টিপু সুলতান ভাই!

    খুব ভালো একটি কবিতা পড়লাম! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    সবার জীবনই শুরুতে শাদা ধব ধবে থাকে। কেউ কেউ সেটা নিরলস পরিশ্রম দিয়ে আপন  রং এ রাংগিয়ে নিয়ে হয় অবিস্মরণিয়,  কেউ সেটাকে কালো করে  ক্যুখ্যাত হয় আর কেউ আমরা কেবলি চেয়ে দেখি।

    আমার মত করে বললাম। জানি না সঠিক কি না!

  4. ধন্যবাদ প্রিয় ভাই।প্রিয় কবি।সুন্দর মন্তব্য।

    আসলেই সত্যকথার প্রকাশ।শুভেচ্ছা 

মন্তব্য প্রধান বন্ধ আছে।