অবিরাম প্রেমে
পূর্বাহ্ণের লালিমা ছুঁইয়ে যেই সকাল উপহার দেয় প্রভাবরি হাসি
পৃথিবী জানুক সে সকাল নয়, আমারই প্রেয়সী
ঘাস ফুলের ওষ্ঠ ছুঁইয়ে থাকা শিশিরের হীরক বিন্দু , উদাসী
প্রজাপতির মুখে প্রবিষ্ট মধু; সে তো আর কিছুই নয়
আমারই প্রাণ বন্ধু; জনম জনমের প্রেম পিয়াসি সুন্দরী তমা।
পাখিরা জানতো যদি পূর্ণিমা অভিসারী খরস্রোতা নদী- নদী নয়
এ আমারই অনুপমা, জোছনা মোহন রাতে
রূপালী মাছের মত যুগল সাতার কাটতে কাটতে
জলকেলিতে আমরাই জাগাই মিতালী সংগীত; পৃথিবীর পরতে পরতে
ছড়িয়ে পড়া রোমাঞ্চিত সুর। দূর বহুদূরে সঙ্গমরত কবুতরের বাক বাকুম,
কুসুম সুখে নিমজ্জিত নবদম্পতির স্বপ্নের বাসর,
এ সবই আমাদের প্রেমের উত্তরোত্তর অনুরণন, আমাদের অনুপ্রাণন!!
কবিতা এবং যুগল ছবি অসাধারণ হয়েছে দাদা। বৌদি'র সাথে আপনার জুটি চমৎকার।
কবিতার সাথে দারুণ মানিয়েছে তো দাউদ ভাই। রোম্যান্টিক।
কুসুম সুখে নিমজ্জিত নবদম্পতির স্বপ্নের বাসর,
এ সবই আমাদের প্রেমের উত্তরোত্তর অনুরণন, আমাদের অনুপ্রাণন!!
এ যেন ফ্রেম বন্দি জীবন চিত্র,,মুগ্ধকর লেখা,,
মুগ্ধতা রইল
টোনা কহিল টুনি পিঠা তৈরী কর।


অবিরাম এই দেবী ও কবি'র মঙ্গল কামনা করি প্রিয় স্যার।
দাম্পত্য জীবন সুন্দর ও মঙ্গলময় হোক কবিতার মতো!
প্রথমেই অভিভূত আপনাদের দুজনার ছবি দেখে!


তারপর কবিতা! সেতো এক দারুণ রোমান্টিক কল্পচিত্র!