শাদা পরিযায়ী
তার দিকে কেউ তাকাবে না।
ওই দূরে ধূসর আঁকাবাঁকা পথ ধরা মেয়েটি
নিত্য ধির মৃদু মন্থরে
হেঁটে যাওয়া তার এখন সাগরবেলায় বসন্তকাল;
পৃথিবীর বিবর্ণ পোস্টারে…
তার কথাগুলো, তার ঠোঁট সরু নরম ম্যাসেজ,
তার নামে ঋজুরেখায় ছবি আঁকা অরণ্যানী রংবাহার
পাখি ও লেবুগাছ এবং সবুজ-হলুদ
শুঁকনো পাতার বোরখায়-
শ্রাবণের আকাশ
এই ধুলোদিনে আমার ও তার পথে বর্ষা দিয়ে যায়।
নানান প্রান্তের গলি ঘুপচিতে
আজ তার ছুটে যাবার নাম বৃষ্টি, শাদা পরিযায়ী।
__________________
তাং- ১১/০৮/১৮ ইং। ঢাকা।
চমৎকার
ভালবাসা সতত
কবিতায় মুগ্ধ হলাম প্রিয় কবি মি. টিপু সুলতান। শুভ সকাল।
ক্রমাগত শ্রদ্ধা প্রিয়।শুভ রাত্রি এবং শুভ সকাল
টিপু দা
শুভ কামনা জানাই
ভালবাসা দাদা
শুভেচ্ছা জানবেন কবি।
শুভেচ্ছা দিভাই
আপনার লেখা আমার কাছে ভালো লাগছে টিপু সুলতান ভাই।
অজস্র ভালবাসা প্রিয় দাদা
* অপূর্ব…
শুভেচ্ছা কবি