শ্যামলা রমণী, রমণীর ছেলে

শ্যামলা রমণী, রমণীর ছেলে

একদিন ধান শুকানো উঠানে
আমড়া গাছের পাতা উড়ে এলো।
তার শরীরি ভাষায় শ্যামলা রমণী, রমণীর ছেলে
ক্রমাগত পায়ে ঠেলে ক্লান্ত মেদ শেষে
ডিম পোজ আর পান্তাভাতে সারা দুপুর, হেমনদী খুঁজে গেল।

আর আমার ভীষণ নেশা
ল্যাপটপ টিপতে, স্মার্টফোন টিপতে,
জ্যোৎস্না সম্প্রদায়ের দলে ভিড়ে যেতে
নিঃশব্দ থোরা অভিসারে
কৌম জীবনের গল্প দেরাজে-
মাতাল আনন্দে ভিজতে।
অথচ উত্তরাধিকার মানল না হঠাৎ অদ্ভুত জ্বর!
চোখের ভেতরে কে যেন মুখ বুজে বসে গেছে?
তারপর! হলুদাভ সকালে
মৌন সারদের শ্যামলা রমণী, রমণীর ছেলে
অজ্যজ্ঞান বাড়া হেমন্ত বাগানে দাঁড়িয়ে শোনালো
তোমাকে স্বপ্ন দেখায় কে!
________________

টিপু সুলতান সম্পর্কে

টিপু সুলতান লেখক নামঃ আদি সানম ১২ অক্টোবর ১৯৮৬ কেশবপুর, যশোর। বাংলাদেশ। জীবন বৃত্তান্ত; লিকলিকে স্বচ্ছ ক্যানভাস নদীর শরীরে উপচে পড়া প্রেমালিকার ঢেউ, স্রোতস্বিনী কল্লোলঃ প্রথম বার্তা,সবুজ আফ্রোদি উদ্দ্যানে গানের বাঁশিতে সংগীত শোনায়- লেবুগাছ ঘ্রাণ-আলাজ শরবত আমার পূর্ণানন্দ, নক্ষত্র-পৃথিবীপৃষ্ঠ হৃদয়বীণা রোদে পোড়া সখিনার রক্ত,শাদা দুধের মা; কালোত্তীর্ণ সন্তান আমি তাঁর শেষ অনন্দটুকুর ছায়ানট- মানুষ হয়ে ওঠা প্রবাদ ও সংলাপ। ★ প্রথম কাব্যগ্রন্থঃ গৃহ কারাগার।২০১৭ ইং। নৃ প্রকাশন,ঢাকা। প্রচ্ছদঃ কাব্য কারিম। ★ যৌথ কাব্যগ্রন্থ থেকে জাতীয় ম্যাগাজিন,লিটল ম্যাগ, পোর্টাল, জাতীয় পত্রিকাসহ বিভিন্ন ব্লগে টুকিটাক লেখালেখি। প্রিয় বাক্যঃ আমি ভালো আছি, তুমি...

16 thoughts on “শ্যামলা রমণী, রমণীর ছেলে

  1. নিঃসন্দেহে বলতে পারি … আপনার লিখায় শব্দভাব সমূহ অসাধারন চিত্রিত হয়। ভালো লাগে। অভিনন্দন প্রিয় কবিবরেষু মি. টিপু সুলতান। শুভ হোক প্রতিদিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।