শ্যামলা রমণী, রমণীর ছেলে
একদিন ধান শুকানো উঠানে
আমড়া গাছের পাতা উড়ে এলো।
তার শরীরি ভাষায় শ্যামলা রমণী, রমণীর ছেলে
ক্রমাগত পায়ে ঠেলে ক্লান্ত মেদ শেষে
ডিম পোজ আর পান্তাভাতে সারা দুপুর, হেমনদী খুঁজে গেল।
আর আমার ভীষণ নেশা
ল্যাপটপ টিপতে, স্মার্টফোন টিপতে,
জ্যোৎস্না সম্প্রদায়ের দলে ভিড়ে যেতে
নিঃশব্দ থোরা অভিসারে
কৌম জীবনের গল্প দেরাজে-
মাতাল আনন্দে ভিজতে।
অথচ উত্তরাধিকার মানল না হঠাৎ অদ্ভুত জ্বর!
চোখের ভেতরে কে যেন মুখ বুজে বসে গেছে?
তারপর! হলুদাভ সকালে
মৌন সারদের শ্যামলা রমণী, রমণীর ছেলে
অজ্যজ্ঞান বাড়া হেমন্ত বাগানে দাঁড়িয়ে শোনালো
তোমাকে স্বপ্ন দেখায় কে!
________________
নিঃসন্দেহে বলতে পারি … আপনার লিখায় শব্দভাব সমূহ অসাধারন চিত্রিত হয়। ভালো লাগে। অভিনন্দন প্রিয় কবিবরেষু মি. টিপু সুলতান। শুভ হোক প্রতিদিন।
আমার কাছে কবিতাটি ভাল লেগেছে কবি দা।
লেখাটি ভালো লাগার জন্য শুভেচ্ছা দিভাই।অজস্র ধন্যবাদ
তোমাকে স্বপ্ন দেখায় কে!
##জী,প্রিয়।ভালবাসা অবিরাম
ভালো লাগলো
শুভকামনা
আপনার জন্যেও শুভ কামনা এবং শুভেচ্ছা প্রিয়
সুন্দর লেখা
শ্রদ্ধা জানবেন প্রিয়।
চমৎকার।
সতত ধন্যবাদ প্রিয়
* সুন্দর ও সাবলীল প্রকাশ…
অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ প্রিয়
এবং শব্দনীড়ের প্রতি একরাশ শুভেচ্ছা